হোম > সারা দেশ > পটুয়াখালী

মির্জাগঞ্জে গ্রেড জটিলতায় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকেরা

প্রতিনিধি, মির্জাগঞ্জ (পটুয়াখালী)

মির্জাগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের ১৩ তম গ্রেডের নির্ধারিত বেতন না পাওয়ার অভিযোগ উঠেছে। সরকারি কর্মচারীদের বেতন ভাতা দেওয়ার জন্য নির্ধারিত সফটওয়্যার, ‘আইবাস প্লাস প্লাস সিস্টেমে’ ১৩ তম গ্রেডে বেতন নির্ধারিত সংক্রান্ত বিষয়টি সংযোজন করা হয়েছে। শিক্ষকেরা এ গ্রেড পাওয়ার জন্য উপজেলা শিক্ষা অফিসে আবেদন করেছেন। তবুও এই গ্রেড থেকে দীর্ঘদিন যাবৎ বঞ্চিত প্রায় তিন শতাধিক শিক্ষক। ফলে প্রাপ্য গ্রেডে বেতন না পাওয়ার হতাশায় ভুগছেন শিক্ষকেরা। 

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক শিক্ষক জানান, এ গ্রেড শুধু সহকারী শিক্ষকরাই পাবেন তা নয়। বিভিন্ন বিদ্যালয়ে চলতি দায়িত্বে থাকা প্রধান শিক্ষকেরাও পাবেন। উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস ও উপজেলা হিসাব রক্ষণ অফিসের অবহেলার কারণে ১৩ তম গ্রেড ঘোষণার দেড় বছর পার হলেও এখনো এ গ্রেডে বেতন পাচ্ছেন না তাঁরা। 

উপজেলা সরকারি প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি কাজি মো. মনিরুজ্জামান অভিযোগ করে বলেন, উপজেলা শিক্ষা অফিসের অফিস সহকারী মো. লিটন হাওলাদারের চাওয়া অনৈতিক লেনদেন দিতে রাজি না হওয়ায় ১৩ তম গ্রেড প্রাপ্য শিক্ষকদের কার্যক্রম স্থবির করে রাখা হয়েছে। 

উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কে এম নজরুল ইসলাম বলেন, উপজেলায় ৪১২ জন শিক্ষক এ গ্রেড পাবেন। ১৩ তম গ্রেড পাওয়ার উপযুক্ত যারা আবেদন করছেন তাদের কাগজপত্র প্রস্তুত করে উপজেলা হিসাবরক্ষণ অফিসে পাঠানো হয়েছে। 

উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা মো. হাবিবুর রহমান বলেন, শিক্ষকদের ১৩ তম গ্রেডের কাজ চলমান রয়েছে। গ্রেড প্রাপ্যতায় যাদের কোন জটিলতা নেই তাঁদের কাজ করে দেওয়া হচ্ছে। তবে নব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের যে সকল শিক্ষকেরা টাইমস্কেল পেয়েছেন তাঁদের বিষয়টি নিয়ে একটু জটিলতা রয়েছে। 

পটুয়াখালীতে মনোনয়নপত্র যাচাই-বাছাই, নুর-হাসান মামুনের কোলাকুলি

নুরুল হক নুরের সম্পদ আছে ৯০ লাখ টাকার, নেই স্বর্ণালংকার

খালেদা জিয়ার জানাজায় এসে মারা যাওয়া নিরব জনকণ্ঠের সাবেক কর্মী

জামায়াত প্রার্থী মাসুদের বাড়ি নেই, পেশা ব্যবসা ও পরামর্শক

নুরের আসনে প্রার্থী হওয়ায় হাসান মামুনকে বিএনপি থেকে বহিষ্কার

পটুয়াখালী-৩ আসনে নুর ও হাসান মামুনের মনোনয়নপত্র দাখিল

গণঅধিকার পরিষদ কোনো দলের সঙ্গে বিলীন হয়নি: নুর

এই মুহূর্তে বিএনপি ছাড়া কোনো দল দেশ পরিচালনায় সক্ষম নয়: নুর

পটুয়াখালী-৩ আসনে নুরুল হক নুরের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

যৌনকর্মীদের আশ্রয় দেওয়ার অভিযোগ, কুয়াকাটায় জামায়াত নেতা বহিষ্কার