হোম > সারা দেশ > পটুয়াখালী

নিষেধাজ্ঞার খবরে কলাপাড়ায় মধ্যরাতেও ইলিশ বিক্রির ধুম

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি

গতকাল বুধবার মধ্যরাত থেকে সাগর ও নদীতে ইলিশসহ সব ধরনের মাছ ধরার ওপর ২২ দিনের নিষেধাজ্ঞা শুরু হয়েছে। ইলিশ বিক্রির শেষ দিন গতকাল সন্ধ্যা থেকে উপকূলের বিভিন্ন স্থানে বসে ইলিশের বাজার। গভীর রাত পর্যন্ত ক্রেতা-বিক্রেতার হাঁকডাকে মুখরিত হয়ে ওঠে পটুয়াখালীর মহিপুর, আলীপুর, কলাপাড়ার স্থায়ী ও অস্থায়ী মাছ বাজারগুলো।

তবে বাজারগুলোতে আগের তুলনায় কিছুটা বেশি দামে ইলিশ বিক্রি হয়েছে বলে দাবি ক্রেতাদের। অন্যদিকে চাহিদার তুলনায় পাইকারি বাজারে ইলিশ না পাওয়ায় স্বল্প লাভে বিক্রি করতে হয়েছে বলে জানিয়েছেন বিক্রেতারা। 

গতকাল বুধবার মধ্যরাতে কলাপাড়া পৌর শহরের মাছের বাজারে ইলিশ কিনতে আসেন শিক্ষক মো. রিয়াজুল ইসলাম। তিনি বলেন, ‘আগের তুলনায় আজ ইলিশের দাম কিছুটা বেশি।’

কলাপাড়া পৌর শহরের মাছ বিক্রেতা মাহবুব মিয়া বলেন, সরবরাহ কম থাকায় বেশি দামে ইলিশ কিনতে হয়েছে। তাই স্বল্প লাভে বিক্রি করতে হচ্ছে। 

এ বিষয়ে কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা আজকের পত্রিকাকে বলেন, গতকাল মধ্যরাত থেকে নদী ও সাগরে ইলিশসহ সব ধরনের মাছ ধরার ওপর নিষেধাজ্ঞা শুরু হয়েছে। অবরোধকালীন জেলেদের জন্য সরকারের পক্ষ থেকে প্রণোদনার ব্যবস্থা করা হয়েছে। 

অপু সাহা আরও বলেন, জেলেদের সচেতন করতে ইতিমধ্যে কয়েকটি অবহিতকরণ সভার আয়োজন করা হয়েছে। অবরোধ সফল করতে অভিযান শুরু করা হয়েছে। কেউ এ আইন অমান্য করলে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।

নুরের আসনে কমিটি বিলুপ্ত: বিএনপি নেতা-কর্মীদের উল্লাসের কারণ কী

‘ভিপি নুরের পক্ষে কাজ না করায়’ গলাচিপা-দশমিনা বিএনপি কমিটি বিলুপ্ত

পটুয়াখালী-২ আসন: মুখোমুখি বিএনপি-জামায়াত উত্তেজনা বাড়ছে বাউফলে

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় পটুয়াখালীর যুবক নিহত, বাড়িতে মাতম

বিজয় আমাদের হয়েই গেছে, ১২ ফেব্রুয়ারি শুধু আনুষ্ঠানিকতা: নুর

বাউফলে দুই ছাত্রীকে ধর্ষণের অভিযোগ যুবকের বিরুদ্ধে, সহযোগিতার জন্য মা গ্রেপ্তার

‘নির্বাচন কমিশন ধানের শীষ দিলেও আপত্তি নেই’

ঘরে পড়ে ছিল গৃহবধূর গলাকাটা লাশ, পাশে বসে কাঁদছিলেন স্বামী

‘অনৈতিক সম্পর্ক’ ফাঁস করায় নিজের কিশোরী মেয়েকে হত্যা করান বাবা— আসামির স্বীকারোক্তি

দশমিনার শিক্ষক মাওলানা আবদুস ছত্তার আর নেই