হোম > সারা দেশ > পটুয়াখালী

শিশুর বুকের ওপর দিয়ে চলে গেল তরমুজবাহী ট্রাক

দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধি

পটুয়াখালী দশমিনা উপজেলায় মাহিন্দ্রা গাড়ির চাকায় পিষ্ট হয়ে এক শিশুর মৃত্যু হয়েছে। পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ শুক্রবার সকাল ১১টায় উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের ঢনঢনিয়া গ্রামে ফয়েজ চৌকিদারের ছেলে শাকিল (৯) নদী থেকে মাছ ধরে বাড়ি ফেরার পথে তরমুজবাহী মাহিন্দ্রা চাপা দিয়ে চলে যায়। 

ঘটনাস্থলে মাহিন্দ্রা চলককে আটক করে দশমিনা থানায় সোপর্দ করেছে স্থানীয়রা। শাকিলকে দশমিনা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বরিশাল শেবাচিম হাসপাতালে রেফার করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ২টায় মারা যায় শাকিল। মৃত্যুর বিষয়টি শাকিলের চাচাতো ভাই কবির নিশ্চিত করেছেন। 

শাকিলের চাচা শহিদুল গাজী আজকের পত্রিকা প্রতিনিধিকে বলেন, ‘সকালে আমি মাহিন্দ্রা গাড়িতে তরমুজ লোড করতে দেখেছি। আমি খালপাড়ে ছিলাম। তরমুজবাহী মাহিন্দ্রা গাড়িটি রাস্তা দিয়া এমনভাবে টানছিল, কী বলব! শাকিল মাছ নিয়ে বাড়ি যাচ্ছিল, শাকিলের বুকের ওপর দিয়ে গাড়িটি চলে যায়। পরে গাড়িচালককে আমরা আটক করে থানায় সোপর্দ করি। শাকিলকে দশমিনা হাসপাতালে পাঠানো হয় কর্তব্যরত চিকিৎসক বরিশাল পাঠায়। সেখানে দুপুর ২টায় মারা যায়।’

দশমিনা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল ইসলাম মজুমদার বলেন, ঘটনার বিষয় শুনে মাহিন্দ্রা চালককে আটক করা হয়েছে। শাকিলের মৃত্যুর খবর শুনেছি। শাকিলের মরদেহ এসে পৌঁছালে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় পটুয়াখালীর যুবক নিহত, বাড়িতে মাতম

বিজয় আমাদের হয়েই গেছে, ১২ ফেব্রুয়ারি শুধু আনুষ্ঠানিকতা: নুর

বাউফলে দুই ছাত্রীকে ধর্ষণের অভিযোগ যুবকের বিরুদ্ধে, সহযোগিতার জন্য মা গ্রেপ্তার

‘নির্বাচন কমিশন ধানের শীষ দিলেও আপত্তি নেই’

ঘরে পড়ে ছিল গৃহবধূর গলাকাটা লাশ, পাশে বসে কাঁদছিলেন স্বামী

‘অনৈতিক সম্পর্ক’ ফাঁস করায় নিজের কিশোরী মেয়েকে হত্যা করান বাবা— আসামির স্বীকারোক্তি

দশমিনার শিক্ষক মাওলানা আবদুস ছত্তার আর নেই

পটুয়াখালী-৩ আসনে নুর-হাসান মামুনের প্রার্থিতা বৈধ ঘোষণা

নুরুল হক নুরের সম্পদ আছে ৯০ লাখ টাকার, নেই স্বর্ণালংকার

খালেদা জিয়ার জানাজায় এসে মারা যাওয়া নিরব জনকণ্ঠের সাবেক কর্মী