হোম > সারা দেশ > পটুয়াখালী

স্কুলের সিলিং ফ্যান পড়ে ২ শিক্ষার্থী জখম 

পটুয়াখালী প্রতিনিধি

পটুয়াখালীতে মাধ্যমিক বিদ্যালয়ে শ্রেণিকক্ষের সিলিং ফ্যান ছিঁড়ে পড়ে দুই শিক্ষার্থী গুরুতর আহত হয়েছে বলে জানা গেছে। আহত দুই শিক্ষার্থীকে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল শনিবার দুপুরের দিকে পটুয়াখালী সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ে নবম শ্রেণির শ্রেণিকক্ষে এ ঘটনাটি ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. আলাউদ্দিন। 

আহত দুই শিক্ষার্থী হলো—শহরের সেলিম মল্লিকের ছেলে নাইম মল্লিক ও আলী আকবরের ছেলে তাকি রহমান। দুজনই নবম শ্রেণির দিবা শাখার ছাত্র। 

বিদ্যালয় সূত্রে জানা যায়, ঘটনার দিন ওই বিদ্যালয়ের দিবা শাখার ক্লাস চলাকালীন নবম শ্রেণির ক্লাস রুমে হঠাৎ করে একটি সিলিং ফ্যান ছিঁড়ে দুই শিক্ষার্থীর গায়ে পড়ে। এতে একজনের কান কেটে যায় এবং অন্য শিক্ষার্থীর শরীরের বিভিন্ন স্থানে আঘাত লাগে। এতে তারা দুজনই শুরুতর জখম হয়। পরে শিক্ষকেরা আহত দুই শিক্ষার্থীকে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করেন। দুই শিক্ষার্থীই এখন সুস্থ রয়েছে। 

 এ ব্যাপারে সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রুহুল আমিন বলেন, ‘আহত দুই শিক্ষার্থী এখন সুস্থ রয়েছে এবং রোববার সকালের দিকে তারা হাসপাতাল থেকে রিলিজ হয়ে নিজ নিজ বাসায় গেছে। এ ঘটনার পর শিক্ষক ও ছাত্রদের নিয়ে একটি কমিটি করে দেওয়া হয়েছে। এ কমিটি স্কুল ভবনের ফ্যানসহ সবকিছু পরীক্ষা-নিরীক্ষা করে দেখবেন কোথাও আর কোনো সমস্যা আছে কি-না। থাকলে তা দ্রুত সমাধান করে দেওয়া হবে।’ 

নুরের আসনে প্রার্থী হওয়ায় হাসান মামুনকে বিএনপি থেকে বহিষ্কার

পটুয়াখালী-৩ আসনে নুর ও হাসান মামুনের মনোনয়নপত্র দাখিল

গণঅধিকার পরিষদ কোনো দলের সঙ্গে বিলীন হয়নি: নুর

এই মুহূর্তে বিএনপি ছাড়া কোনো দল দেশ পরিচালনায় সক্ষম নয়: নুর

পটুয়াখালী-৩ আসনে নুরুল হক নুরের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

যৌনকর্মীদের আশ্রয় দেওয়ার অভিযোগ, কুয়াকাটায় জামায়াত নেতা বহিষ্কার

পটুয়াখালীতে বিএনপি নেতা হাসান মামুনের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

পটুয়াখালীর দুমকী: পানির স্তর নেমে গেছে তীব্র সংকটে মানুষ

ওসমান হাদিকে হত্যার প্রতিবাদে দশমিনায় গণঅধিকার পরিষদের কালো পতাকা মিছিল

গরুতে ধান খাওয়া নিয়ে সংঘর্ষ, নারীসহ আহত ৫