হোম > সারা দেশ > পটুয়াখালী

ব্যবসায়ীকে মারধরের পর বিবস্ত্র করে ভিডিও ধারণ: শ্রমিক দল নেতা গ্রেপ্তার

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি

মামুন মোল্লা। ছবি: সংগৃহীত

পটুয়াখালীর কলাপাড়ায় এক মৎস্য ব্যবসায়ীকে তুলে নিয়ে মারধরের পর টাকা ছিনতাই এবং বিবস্ত্র করে ভিডিও ধারণ করার ঘটনায় করা মামলায় শ্রমিক দলের এক নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বুধবার রাতে মহিপুর থানা-পুলিশ তাঁকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তার মামুন মোল্লা উপজেলার লতাচাপলী ইউনিয়ন শ্রমিক দলের সাধারণ সম্পাদক। গত ১৬ মার্চ দুপুরে উপজেলার মহিপুর থানার আলীপুর বাজারসংলগ্ন থ্রি পয়েন্ট এলাকার ওই ঘটনায় ভুক্তভোগী মো. মশিউর রহমান মহিপুর থানায় লিখিত অভিযোগ করেন।

থানায় করা অভিযোগ থেকে জানা গেছে, বাউফলের বাসিন্দা মশিউর একজন মৎস্য ব্যবসায়ী। ব্যবসায়িক কাজে তিনি আলীপুরে থাকেন। ঘটনার দিন তিনি ব্যবসাপ্রতিষ্ঠান থেকে বের হয়ে থ্রি পয়েন্ট এলাকায় গেলে কয়েকজন হাত-পা বেঁধে তাঁকে আলীপুর টোল প্লাজা এলাকার আবাসিক হোটেলে নিয়ে মারধর করে। এ সময় তাঁর সঙ্গে থাকা ১ লাখ ৬০ হাজার টাকা ও এটিএম কার্ড নিয়ে যায়। কার্ড দিয়ে ২০ হাজার এবং মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে আত্মীয়স্বজনের কাছে ফোন করে আরও ৬০ হাজার টাকা নিয়ে নেয়। এ সময় তাঁকে মারধরের পর বিবস্ত্র করে ভিডিও ধারণ করা হয়।

মশিউর রহমান আরও বলেন, ‘আমাকে মারধর করার কারণে শরীরে জখম বয়ে বেড়াচ্ছি। তা ছাড়া উলঙ্গ করে ভিডিও করে রেখেছে, যা নিয়ে আমি সামাজিকভাবে হেয় হওয়ার শঙ্কায় রয়েছি। আমি তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’

এ বিষয়ে লতাচাপলী ইউনিয়ন বিএনপির সভাপতি মহিউদ্দিন মুসল্লি সুলতান বলেন, ‘একজন ব্যবসায়ীর সঙ্গে এ ধরনের আচরণ আমি এবং আমার দলের অপছন্দের কাজ। দলের সিদ্ধান্ত পরিপন্থী কোনো কাজের দায়ভার দল নেবে না। তাই মামুন মোল্লার বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে, এ ব্যাপারে খোঁজ নিয়ে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

এ বিষয়ে জানতে চাইলে মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘ব্যবসায়ীর অভিযোগের ভিত্তিতে আমরা ইতিমধ্যে একজনকে গ্রেপ্তার করেছি। তাঁকে আজ বৃহস্পতিবার আদালতে সোপর্দ করা হয়েছে। অন্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।’

বাউফলে দুই ছাত্রীকে ধর্ষণের অভিযোগ যুবকের বিরুদ্ধে, সহযোগিতার জন্য মা গ্রেপ্তার

‘নির্বাচন কমিশন ধানের শীষ দিলেও আপত্তি নেই’

ঘরে পড়ে ছিল গৃহবধূর গলাকাটা লাশ, পাশে বসে কাঁদছিলেন স্বামী

‘অনৈতিক সম্পর্ক’ ফাঁস করায় নিজের কিশোরী মেয়েকে হত্যা করান বাবা— আসামির স্বীকারোক্তি

দশমিনার শিক্ষক মাওলানা আবদুস ছত্তার আর নেই

পটুয়াখালী-৩ আসনে নুর-হাসান মামুনের প্রার্থিতা বৈধ ঘোষণা

নুরুল হক নুরের সম্পদ আছে ৯০ লাখ টাকার, নেই স্বর্ণালংকার

খালেদা জিয়ার জানাজায় এসে মারা যাওয়া নিরব জনকণ্ঠের সাবেক কর্মী

জামায়াত প্রার্থী মাসুদের বাড়ি নেই, পেশা ব্যবসা ও পরামর্শক

নুরের আসনে প্রার্থী হওয়ায় হাসান মামুনকে বিএনপি থেকে বহিষ্কার