হোম > সারা দেশ > পটুয়াখালী

কলাপাড়ায় এক জালে ধরা পড়ল তিনটি সেইল ফিশ

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি

পটুয়াখালীর কলাপাড়ায় জালে ধরা পড়েছে তিনটি সেইল ফিশ। এর মধ্যে একটির ওজন ৬০ কেজি ও অপর দুটির ওজন ১০ কেজি করে। আজ বৃহস্পতিবার সকালে মাছগুলোকে আলীপুর মৎস্য অবতরণ কেন্দ্রের একটি আড়তে নিয়ে আসা হয়। এ সময় এ মাছগুলো এক নজর দেখতে ভিড় জমায় স্থানীয়রা। 

এদিকে উপকূলে এসব মাছের তেমন চাহিদা না থাকায় পরে মাছ তিনটি ১০ হাজার টাকায় কিনে নেন পটুয়াখালীর জাহাঙ্গীর নামের এক মাছ ব্যবসায়ী। 

গত তিন দিন আগে উপজেলার মহিপুরে মাহাবুব মাঝি নামের এক জেলের জালে ধরা পড়ে মাছগুলো। জেলে মাহাবুব বলেন, তিন দিন আগে বঙ্গোপসাগরের সোনার চর সংলগ্ন এলাকায় জালে মাছ তিনটি ধরা পড়ে। 
 
মাছ ব্যবসায়ী জাহাঙ্গীর হোসেন বলেন, ‘স্থানীয়দের চাহিদা কম থাকায় মাছগুলো চাহিদা মতো দামে কিনতে পেরেছি। আশা করছি মাছগুলো ভালো দামে বিক্রি করতে পারব।’ 

কলাপাড়া জ্যেষ্ঠ উপজেলা মৎস্য কর্মকর্তা অপু সাহা জানান, দ্রুত গতির গভীর সাগরে চলাচলকারী এ মাছের নাম সেইল ফিশ। এ মাছ ঘণ্টায় ১১০ কিলোমিটার বেগে দৌড়ায়। এর আগেও এখানে এ ধরনের মাছ ধরা পড়েছে। তবে স্থানীয়রা এটিকে পাখি মাছ নামে বলে থাকেন।

নুরের আসনে প্রার্থী হওয়ায় হাসান মামুনকে বিএনপি থেকে বহিষ্কার

পটুয়াখালী-৩ আসনে নুর ও হাসান মামুনের মনোনয়নপত্র দাখিল

গণঅধিকার পরিষদ কোনো দলের সঙ্গে বিলীন হয়নি: নুর

এই মুহূর্তে বিএনপি ছাড়া কোনো দল দেশ পরিচালনায় সক্ষম নয়: নুর

পটুয়াখালী-৩ আসনে নুরুল হক নুরের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

যৌনকর্মীদের আশ্রয় দেওয়ার অভিযোগ, কুয়াকাটায় জামায়াত নেতা বহিষ্কার

পটুয়াখালীতে বিএনপি নেতা হাসান মামুনের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

পটুয়াখালীর দুমকী: পানির স্তর নেমে গেছে তীব্র সংকটে মানুষ

ওসমান হাদিকে হত্যার প্রতিবাদে দশমিনায় গণঅধিকার পরিষদের কালো পতাকা মিছিল

গরুতে ধান খাওয়া নিয়ে সংঘর্ষ, নারীসহ আহত ৫