হোম > সারা দেশ > পটুয়াখালী

কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা আদনান হাবিব আদর গ্রেপ্তার

পটুয়াখালী প্রতিনিধি

পুলিশের হাতে গ্রেপ্তার আদনান হাবিব খান আদর। ছবি: সংগৃহীত

নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কেন্দ্রীয় উপত্রাণ ও দুর্যোগবিষয়ক সম্পাদক আদনান হাবিব খান আদরকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত রোববার রাতে রাজধানী ঢাকা থেকে গ্রেপ্তারের পর গতকাল সোমবার বিকেলে তাঁকে নিজ জেলা পটুয়াখালী আদালতে সোপর্দ করা হয়। আদালতের নির্দেশে তাঁকে জেলহাজতে পাঠানো হয়।

আদনান হাবিব খান আদর পটুয়াখালী শহরের চরপাড়া এলাকার বাসিন্দা এবং পটুয়াখালী জেলা যুবলীগের সাবেক সভাপতি প্রয়াত আহসান হাবিব খানের বড় ছেলে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। এর আগে তিনি ঢাকায় কয়েকটি স্থানে ঝটিকা মিছিলে নেতৃত্ব দেন বলে শোনা যায়।

মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. ওবাইদুল ইসলাম আজকের পত্রিকাকে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, গত ১ ডিসেম্বর পুলিশের এসআই খাইরুল ইসলাম বাদী হয়ে আদনান হাবিব খান আদরকে প্রধান আসামি করে ছাত্রলীগের ১৭ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় ২০-২৫ জনের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা করেন।

গত ৩০ নভেম্বর ভোরে পটুয়াখালী শহরের খাদ্য গুদাম এলাকা থেকে নিষিদ্ধ ছাত্রসংগঠন ছাত্রলীগের একটি মিছিল বের করা হয়। মিছিল থেকে পটুয়াখালী প্রেসক্লাবের সামনে প্রধান উপদেষ্টার ছবি পুড়িয়ে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেওয়া হয়। আদরের নেতৃত্বে ওই মিছিলের ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে ১ ডিসেম্বর পটুয়াখালী সদর থানায় মামলা করে।

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় পটুয়াখালীর যুবক নিহত, বাড়িতে মাতম

বিজয় আমাদের হয়েই গেছে, ১২ ফেব্রুয়ারি শুধু আনুষ্ঠানিকতা: নুর

বাউফলে দুই ছাত্রীকে ধর্ষণের অভিযোগ যুবকের বিরুদ্ধে, সহযোগিতার জন্য মা গ্রেপ্তার

‘নির্বাচন কমিশন ধানের শীষ দিলেও আপত্তি নেই’

ঘরে পড়ে ছিল গৃহবধূর গলাকাটা লাশ, পাশে বসে কাঁদছিলেন স্বামী

‘অনৈতিক সম্পর্ক’ ফাঁস করায় নিজের কিশোরী মেয়েকে হত্যা করান বাবা— আসামির স্বীকারোক্তি

দশমিনার শিক্ষক মাওলানা আবদুস ছত্তার আর নেই

পটুয়াখালী-৩ আসনে নুর-হাসান মামুনের প্রার্থিতা বৈধ ঘোষণা

নুরুল হক নুরের সম্পদ আছে ৯০ লাখ টাকার, নেই স্বর্ণালংকার

খালেদা জিয়ার জানাজায় এসে মারা যাওয়া নিরব জনকণ্ঠের সাবেক কর্মী