হোম > সারা দেশ > পটুয়াখালী

পটুয়াখালীতে কলেজছাত্রীকে ধর্ষণ: মূল আসামি পিস্তল বাবু ঢাকা থেকে গ্রেপ্তার 

পটুয়াখালী প্রতিনিধি

পটুয়াখালীর বাউফলে কলেজছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামি আসাদুজ্জামান বাবু মৃধা ওরফে পিস্তল বাবুকে গ্রেপ্তার করেছে র‍্যাব। গতকাল শনিবার র‍্যাব-৮ পটুয়াখালী ক্যাম্পের সদস্যরা ঢাকার কদমতলী এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে। 

আজ রোববার র‍্যাব ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর সোহেল রানা গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছেন। 

বিবৃতিতে সোহেল রানা বলেন, ‘বিষয়টি নজরে আসলে আত্মগোপনে থাকা পিস্তল বাবুকে গ্রেপ্তারে ব্যাপক ছায়াতদন্ত শুরু করে র‍্যাব। শনিবার র‍্যাব-৮, সিপিসি-১, পটুয়াখালী ক্যাম্প এবং র‍্যাব-১০, সদর কোম্পানি, কেরানীগঞ্জের একটি যৌথ আভিযানিক দল ডিএমপি, ঢাকার কদমতলী থানার সুফিয়া হাসপাতালের সামনে অভিযান চালিয়ে আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। পরে আসামিকে বাউফল থানায় হস্তান্তর করা হয়েছে।’ 

এর আগে গত ১২ জুন উপজেলার শাপলাখালী এলাকায় ওই কলেজছাত্রী ধর্ষণের শিকার হন। এ ঘটনায় ১৪ জুন পিস্তল বাবুকে প্রধান আসামি করে তিনজনের নামে থানায় মামলা দায়ের করেন ভুক্তভোগী। মামলার এক আসামি পুলিশের হাতে গ্রেপ্তার হলেও ধরাছোঁয়ার বাইরে ছিলেন মূল আসামি পিস্তল বাবু। বাবু ক্ষমতাসীন দলের রাজনীতির সঙ্গে জড়িত।

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় পটুয়াখালীর যুবক নিহত, বাড়িতে মাতম

বিজয় আমাদের হয়েই গেছে, ১২ ফেব্রুয়ারি শুধু আনুষ্ঠানিকতা: নুর

বাউফলে দুই ছাত্রীকে ধর্ষণের অভিযোগ যুবকের বিরুদ্ধে, সহযোগিতার জন্য মা গ্রেপ্তার

‘নির্বাচন কমিশন ধানের শীষ দিলেও আপত্তি নেই’

ঘরে পড়ে ছিল গৃহবধূর গলাকাটা লাশ, পাশে বসে কাঁদছিলেন স্বামী

‘অনৈতিক সম্পর্ক’ ফাঁস করায় নিজের কিশোরী মেয়েকে হত্যা করান বাবা— আসামির স্বীকারোক্তি

দশমিনার শিক্ষক মাওলানা আবদুস ছত্তার আর নেই

পটুয়াখালী-৩ আসনে নুর-হাসান মামুনের প্রার্থিতা বৈধ ঘোষণা

নুরুল হক নুরের সম্পদ আছে ৯০ লাখ টাকার, নেই স্বর্ণালংকার

খালেদা জিয়ার জানাজায় এসে মারা যাওয়া নিরব জনকণ্ঠের সাবেক কর্মী