হোম > সারা দেশ > পটুয়াখালী

কম্বল আত্মসাতের অভিযোগে সাবেক এমপি হেলেনের নামে মামলা

পটুয়াখালী প্রতিনিধি

সাবেক সংসদ সদস্য কাজী কানিজ সুলতানা হেলেন ও তাঁর দুই ছেলে। ছবি: সংগৃহীত

পটুয়াখালীতে সরকারি কম্বল ও ক্রীড়াসামগ্রী আত্মসাতের অভিযোগে সংরক্ষিত আসনের সাবেক সংসদ সদস্য কাজী কানিজ সুলতানা হেলেন ও তাঁর দুই ছেলের বিরুদ্ধে মামলা হয়েছে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা রিফাত কবির খান বাদী হয়ে গত সোমবার রাতে সদর থানায় মামলাটি করেন। মামলার বাকি দুই আসামি হলেন হেলেনের ছেলে পটুয়াখালী জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক তাজ হোসেন তালুকদার এবং পটুয়াখালী পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাহিন হোসেন তালুকদার। হেলেন জেলা মহিলা লীগের সভাপতি।

মামলা সূত্রে জানা গেছে, আসামিরা সরকারি ২ হাজার ২০০ কম্বল ও ক্রীড়াসামগ্রী বিতরণ না করে বাসায় মজুত করে রাখেন। এ তথ্যের ভিত্তিতে সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) চন্দন করসহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিরা ওই বাসায় গেলে সেখানে তা আর পাননি। পরে খবর পাওয়া যায় পৌরসভার ডাম্পিং জোনসংলগ্ন ছাইচ্চার খালের পাশে কিছু সামগ্রী ফেলে রাখা হয়েছে। সেখানে উপজেলা প্রশাসন ও পুলিশের উপস্থিতিতে ২৫টি কম্বল, তিন জোড়া ক্রিকেট প্যাড ও দুটি হেলমেট জব্দ করা হয়।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইমতিয়াজ আহম্মেদ আজকের পত্রিকাকে বলেন, বিশেষ ক্ষমতা আইনে মামলা নেওয়া হয়েছে। পুলিশ এ বিষয় তদন্ত করে প্রয়োজনীয় আইগত পদক্ষেপ নেবে।

‘নির্বাচন কমিশন ধানের শীষ দিলেও আপত্তি নেই’

ঘরে পড়ে ছিল গৃহবধূর গলাকাটা লাশ, পাশে বসে কাঁদছিলেন স্বামী

‘অনৈতিক সম্পর্ক’ ফাঁস করায় নিজের কিশোরী মেয়েকে হত্যা করান বাবা— আসামির স্বীকারোক্তি

দশমিনার শিক্ষক মাওলানা আবদুস ছত্তার আর নেই

পটুয়াখালী-৩ আসনে নুর-হাসান মামুনের প্রার্থিতা বৈধ ঘোষণা

নুরুল হক নুরের সম্পদ আছে ৯০ লাখ টাকার, নেই স্বর্ণালংকার

খালেদা জিয়ার জানাজায় এসে মারা যাওয়া নিরব জনকণ্ঠের সাবেক কর্মী

জামায়াত প্রার্থী মাসুদের বাড়ি নেই, পেশা ব্যবসা ও পরামর্শক

নুরের আসনে প্রার্থী হওয়ায় হাসান মামুনকে বিএনপি থেকে বহিষ্কার

পটুয়াখালী-৩ আসনে নুর ও হাসান মামুনের মনোনয়নপত্র দাখিল