হোম > সারা দেশ > পটুয়াখালী

পটুয়াখালীতে আগুনে পুড়ল ৫ বসতঘরসহ ব্যবসাপ্রতিষ্ঠান

পটুয়াখালী প্রতিনিধি

আগুন নেভাতে কাজ করছে ফায়ার সার্ভিস। ছবি: আজকের পত্রিকা

পটুয়াখালীতে আগুনে পাঁচ বসতঘর ও দুটি ব্যবসাপ্রতিষ্ঠান পুরে ভস্মীভূত হয়েছে। আজ বৃহস্পতিবার ভোরে শহরের জুবিলী স্কুল সড়কের মনসা মন্দিরসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের পাশাপাশি সদর থানার পুলিশ, আনসার ভিডিপি, রেড ক্রিসেন্ট, ফায়ার সার্ভিসের কমিটি ভলান্টিয়ার ও স্থানীয় স্বেচ্ছাসেবকেরা অংশ নেন। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ক্ষতিগ্রস্তরা হলেন ওই এলাকার জয়ন্তু রায় (৩০), নির্মল কর্মকার (৬০), রিপন কর্মকার (৪৬), ধীমান কর্মকার (৫১), বাবুল চন্দ্র শীল (৫০) ও বিকাশ চন্দ্র দাস (৪৫)। এ ছাড়া ‘নিকুঞ্জ সোনা ঘর’ ও ‘শ্যামল আর্ট’ নামে দুটি ব্যবসাপ্রতিষ্ঠান সম্পূর্ণভাবে পুড়ে যায়।

স্থানীয় বাসিন্দা সুজন কুমার দাস বলেন, ‘এমন ভয়াবহ আগুন আগে কখনো দেখিনি। মুহূর্তের মধ্যে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিস দ্রুত না এলে ক্ষয়ক্ষতির পরিমাণ আরও ভয়াবহ হতো।’

অগ্নিকাণ্ডে সবকিছু হারানো বাবুল চন্দ্র শীলের কন্যা অর্পিতা রানী শীল বলেন, ‘এই আগুন আমাদের সবকিছু শেষ করে দিয়েছে। আমাদের স্বপ্ন, আশ্রয় সবকিছু ছাই হয়ে গেছে। এখন কীভাবে ঘুরে দাঁড়াব, সেটাই বুঝতে পারছি না।’

পটুয়াখালী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক মো. মোস্তফা মোহসীন বলেন, ‘অগ্নিকাণ্ডের সূত্রপাত এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে ঘটনার তদন্ত ও ক্ষতিগ্রস্ত পরিবারের তালিকা সংগ্রহের কাজ চলছে।’

ওসমান হাদিকে হত্যার প্রতিবাদে দশমিনায় গণঅধিকার পরিষদের কালো পতাকা মিছিল

গরুতে ধান খাওয়া নিয়ে সংঘর্ষ, নারীসহ আহত ৫

পটুয়াখালীর কলাপাড়া: এক রাখাইন পরিবারের ৪০ একর জমি দখল

দল মনোনয়ন দিল পটুয়াখালী-১, ইসলামী আন্দোলনের প্রার্থী ঘোষণা দিলেন পটুয়াখালী-৪ আসনে

বিএনপির মনোনয়ন বিরোধে বাউফলে ক্ষোভ-বিক্ষোভ চলছেই

দশমিনায় ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে

‘চাঁদা না দিলে এই চরে আর তরমুজ চাষ করতে পারবি না’

পবিপ্রবিতে শুরু হলো প্রিমিয়ার লিগ

আশ্রয়ণের ঘর নিয়ে দুই নারীকে ব্ল্যাকমেলের অভিযোগ ইউএনওর গাড়িচালকের বিরুদ্ধে

যাত্রীবাহী বাস থেকে সাড়ে ১২ মণ শাপলাপাতা মাছ জব্দ