হোম > সারা দেশ > পটুয়াখালী

প্রতিমন্ত্রীর শপথ নিতে ফোন পেলেন মহিব, এলাকায় ঢাকঢোল পিটিয়ে আনন্দ মিছিল

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি

পটুয়াখালী-৪ (কলাপাড়া ও রাঙ্গাবালী) আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য অধ্যক্ষ মহিববুর রহমান প্রতিমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের জন্য মন্ত্রিপরিষদ বিভাগ থেকে ফোন পেয়েছেন। বিষয়টি জানাজানি হলে গতকাল বুধবার রাতে ঢাকঢোল পিটিয়ে এলাকায় আনন্দ মিছিল করা হয়েছে। অনেক স্থানে মিষ্টি বিতরণ করেছেন দলের নেতা-কর্মীরা।

এর আগে গতকাল বুধবার সন্ধ্যায় সংসদ সদস্যের ব্যক্তিগত নম্বরে শপথ গ্রহণের ফোনটি আসে। তাঁর ব্যক্তিগত সহকারী তরিকুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন।

মহিব প্রতিমন্ত্রী হচ্ছেন এমন খবর এলাকায় জানাজানি হলে স্থানীয়রা আনন্দ মিছিল বের করেন। রাত ৯টায় জেলার কলাপাড়া ও মহিপুরে ঢাকঢোল পিটিয়ে আনন্দ মিছিল বের করা হয়। এ ছাড়া অনেক স্থানে মিষ্টি বিতরণ করেন আওয়ামী লীগ নেতা-কর্মীরা।

অধ্যক্ষ মহিববুর রহমান দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সাবেক পানিসম্পদ প্রতিমন্ত্রী মাহবুবুর রহমানকে হারিয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। ছাত্রজীবনে তিনি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের জসীম উদ্দিন হল শাখা ছাত্রলীগের প্রতিষ্ঠাতা সভাপতি। পরবর্তী সময়ে তিনি যুবলীগের কেন্দ্রীয় কমিটির সম্পাদক মণ্ডলীর সদস্য হন।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। কলাপাড়া উপজেলার ধুলাসার ইউনিয়নের ধুলাসার গ্রামে তাঁর বাড়ি। তিনি বাবার নামে প্রতিষ্ঠিত আলহাজ জালাল উদ্দিন ডিগ্রি কলেজের অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করে অবসর নিয়েছেন।

ওসমান হাদিকে হত্যার প্রতিবাদে দশমিনায় গণঅধিকার পরিষদের কালো পতাকা মিছিল

গরুতে ধান খাওয়া নিয়ে সংঘর্ষ, নারীসহ আহত ৫

পটুয়াখালীর কলাপাড়া: এক রাখাইন পরিবারের ৪০ একর জমি দখল

দল মনোনয়ন দিল পটুয়াখালী-১, ইসলামী আন্দোলনের প্রার্থী ঘোষণা দিলেন পটুয়াখালী-৪ আসনে

বিএনপির মনোনয়ন বিরোধে বাউফলে ক্ষোভ-বিক্ষোভ চলছেই

দশমিনায় ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে

‘চাঁদা না দিলে এই চরে আর তরমুজ চাষ করতে পারবি না’

পবিপ্রবিতে শুরু হলো প্রিমিয়ার লিগ

আশ্রয়ণের ঘর নিয়ে দুই নারীকে ব্ল্যাকমেলের অভিযোগ ইউএনওর গাড়িচালকের বিরুদ্ধে

যাত্রীবাহী বাস থেকে সাড়ে ১২ মণ শাপলাপাতা মাছ জব্দ