হোম > সারা দেশ > পটুয়াখালী

দশমিনায় যুবকের মরদেহ উদ্ধার, পরিবারের দাবি, স্ত্রীর সঙ্গে অভিমান করে আত্মহত্যা 

দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধি

পটুয়াখালী দশমিনা উপজেলায় এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের দাবি, স্ত্রীর সঙ্গে অভিমান করে গ্যাস ট্যাবলেট খেয়ে আত্মহত্যা করেছেন। 

গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলার হাজীর হাট বাজারের দোকানে এ ঘটনা ঘটে। মৃতের নাম মো. মিলন মৃধা (৩৪)। তিনি উপজেলার দশমিনা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড হাজীর হাটের সেলিম মৃধার ছেলে। 

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, প্রায় ১২ বছর আগে বিয়ে করেন মিলন মৃধা। কয়েক বছর ধরে তাঁদের মধ্যে কলহ চলছিল। গতকাল দুপুরেও স্ত্রীর সঙ্গে তাঁর ঝগড়া হয়। পরে হাজীর হাট লঞ্চঘাটে দোকানে গিয়ে গ্যাস ট্যাবলেট খান। 

পাশের দোকানদার ও রাস্তার লোকজন তাঁকে ছটফট করতে দেখে এগিয়ে এলে তাঁদের কাছে গ্যাস ট্যাবলেট খাওয়ার বিষয়টি জানান। স্থানীয়রা তাঁকে হাসপাতালে নিলে চিকিৎসক মিঠুন চন্দ্র হাওলাদার উন্নত চিকিৎসার জন্য পটুয়াখালী জেনারেল হাসপাতালে পাঠান। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাতে মারা যান তিনি। পরে মরদেহ পটুয়াখালী থানায় নেওয়া হয়।

মৃতের বড় ভাই পলু মৃধা আজ শুক্রবার বলেন, ‘মিলন হাজীর হাট বাজারে দোকান করত। বাজার থেকে ফোন করে জানানো হয় সে গ্যাস ট্যাবলেট খেয়েছে। ঘটনাস্থলে গিয়ে দশমিনা হাসপাতালে নিয়ে যায়। পরে পটুয়াখালী হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাই। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় রাতে মারা যায় সে। 

পটুয়াখালী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম উদ্দিন জানান, বৃহস্পতিবার রতে খবর পেয়ে মরদেহ হাসপাতাল থানায় আনা হয়েছে। শুক্রবার সকালে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়। ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।

পটুয়াখালী-৩ আসনে নুর-হাসান মামুনের প্রার্থিতা বৈধ ঘোষণা

নুরুল হক নুরের সম্পদ আছে ৯০ লাখ টাকার, নেই স্বর্ণালংকার

খালেদা জিয়ার জানাজায় এসে মারা যাওয়া নিরব জনকণ্ঠের সাবেক কর্মী

জামায়াত প্রার্থী মাসুদের বাড়ি নেই, পেশা ব্যবসা ও পরামর্শক

নুরের আসনে প্রার্থী হওয়ায় হাসান মামুনকে বিএনপি থেকে বহিষ্কার

পটুয়াখালী-৩ আসনে নুর ও হাসান মামুনের মনোনয়নপত্র দাখিল

গণঅধিকার পরিষদ কোনো দলের সঙ্গে বিলীন হয়নি: নুর

এই মুহূর্তে বিএনপি ছাড়া কোনো দল দেশ পরিচালনায় সক্ষম নয়: নুর

পটুয়াখালী-৩ আসনে নুরুল হক নুরের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

যৌনকর্মীদের আশ্রয় দেওয়ার অভিযোগ, কুয়াকাটায় জামায়াত নেতা বহিষ্কার