‘খেলাধুলায় বাড়ে বল, মাদক ছেড়ে খেলতে চল’ প্রতিপাদ্য নিয়ে পটুয়াখালীর বাউফল উপজেলার কারখানা এলাকায় শুক্রবার (৫ জুলাই) অনুষ্ঠিত হলো জুলাই স্মৃতি ও প্রীতি ফুটবল ম্যাচ ২০২৫।
সুফিয়া খাতুন বালিকা মাধ্যমিক বিদ্যালয় মাঠে বেলা ৩টা ৩০ মিনিটে শুরু হওয়া খেলায় মুখোমুখি হয় চর কারখানা ও দক্ষিণ কারখানা একাদশ। টানটান উত্তেজনায় কাটে পুরো ম্যাচ, শেষ পর্যন্ত দক্ষিণ কারখানা দল ২-১ গোলে জয়লাভ করে।
খেলা শেষে আয়োজকরা বিজয়ী ও রানার্সআপ দলের হাতে ট্রফি এবং স্মারক মেডেল তুলে দেন। স্থানীয় দর্শকদের উপস্থিতিতে মাঠ ছিল উৎসবমুখর।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাউফল উন্নয়ন ফোরামের চেয়ারম্যান ডা. শফিকুল ইসলাম মাসুদ। সভাপতিত্ব করেন সমাজসেবক মো. হারুন অর রশিদ।
আয়োজকদের সমন্বয় করেন মো. আবুবকর সিদ্দিক, আর সফল খেলা ব্যবস্থাপনায় ছিলেন মো. আসিফ মোল্লা।
আয়োজকেরা জানান, ‘মাদক থেকে যুবসমাজকে দূরে রাখতে এবং স্বাস্থ্যকর বিনোদনের মাধ্যমে সচেতন করতে আমরা এ ধরনের খেলাধুলার আয়োজন করছি। ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে।’