হোম > সারা দেশ > পটুয়াখালী

নিখোঁজের একদিন পর শিক্ষিকার মরদেহ উদ্ধার 

পটুয়াখালী প্রতিনিধি

নিখোঁজের একদিন পর পটুয়াখালী সরকারি কলেজের হিসাববিজ্ঞান বিভাগের সাবেক বিভাগীয় প্রধান অধ্যাপক মনোয়ারা সুলতানার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার সকাল সাড়ে ৯টায় পটুয়াখালী পায়রাকুঞ্জ কালিচান্না খেয়াঘাট (নদীতে) থেকে উদ্ধার করে নৌ-পুলিশের সদস্যরা। পরে নৌ-পুলিশ মৃতদেহটি সদর থানা-পুলিশের কাছে হস্তান্তর করে। 

পরিবার সূত্রে জানা যায়, মনোয়ারা সুলতানার ছোট ছেলে গত বছর মারা যাওয়ার পর থেকেই মনোয়ারা সুলতানা একটু মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন। হঠাৎ তিনি গত শনিবার বিকেল থেকে তিনি নিখোঁজ হয়ে যায়। পরে আজ নিখোঁজের একদিন পর পায়রা নদীতে তাঁর মরদেহ পাওয়া যায়। 

নৌ-পুলিশের এসআই মামুন বলেন, আজ সকালে জেলেদের মাধ্যমে খবর পেয়ে সকাল সাড়ে ৯টায় পায়রাকুঞ্জ কালিচান্না খেয়াঘাট গিয়ে মৃতদেহটি উদ্ধার করা হয়। পরে সদর থানা-পুলিশের কাছে মরদেহ হস্তান্তর করা হয়। 

সদর থানা-পুলিশের এসআই মো. মাসুদ রানা বলেন, পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। ধারণা করা হচ্ছে ২৪ ঘণ্টা আগে তাঁর মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে পরবর্তী প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। 

পবিপ্রবিতে শুরু হলো প্রিমিয়ার লিগ

আশ্রয়ণের ঘর নিয়ে দুই নারীকে ব্ল্যাকমেলের অভিযোগ ইউএনওর গাড়িচালকের বিরুদ্ধে

যাত্রীবাহী বাস থেকে সাড়ে ১২ মণ শাপলাপাতা মাছ জব্দ

ভালো নেই দশমিনার নৌকা তৈরির কারিগরেরা

কারখানা নদীর ভয়াল থাবায় বাউফলে হাজারো পরিবারের আর্তনাদ

শখের মাশরুম চাষ থেকে বাণিজ্যিক সাফল্য বাউফলের মিলনের

জামায়াতের সঙ্গে কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করি: আলতাফ

পবিপ্রবিতে ‘স্বৈরাচারের ফাঁসি’ উপলক্ষে ক্রিকেট টুর্নামেন্ট

পটুয়াখালী-২ আসনে গণসংহতি আন্দোলনের মনোনীত প্রার্থীর মৃত্যু

পটুয়াখালী-৩ আসনে প্রার্থী হওয়ার ঘোষণা দিলেন নুর