পটুয়াখালীতে ছয় দফা দাবিতে মানববন্ধনসহ স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষক ঐক্যজোট। আজ বুধবার সকালে জেলা প্রশাসকের (ডিসি) কার্যালয়ের সামনে মানববন্ধন করার পর শিক্ষামন্ত্রী বরাবর স্মারকলিপি দেওয়া হয়।
মানববন্ধনে বক্তব্য দেন বাংলাদেশ স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষক ঐক্যজোটের জেলা সভাপতি মোহাম্মদ আল আমিন, গলাচিপা উপজেলা সভাপতি ওমর ফারুক প্রমুখ। সঞ্চালনায় ছিলেন জেলা শাখার সাধারণ সম্পাদক মো. রোকনুজ্জামান হিরণ।
এ সময় বক্তারা বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের রেজিস্ট্রেশনপ্রাপ্ত সব স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসাকে জাতীয়করণ, শিক্ষার্থীদের উপবৃত্তিসহ সব সুযোগ-সুবিধা প্রদান, রেজিস্ট্রেশনপ্রাপ্ত কোডবিহীন মাদ্রাসাগুলোকে কোড প্রদান, শিক্ষকদের ট্রেনিংয়ের ব্যবস্থা করা, চতুর্থ শ্রেণির কর্মচারীর পদ সৃষ্টি করে মাদ্রাসাগুলোকে স্থায়ী রেজিস্ট্রেশনের ব্যবস্থা ও ভৌত অবকাঠামো নিশ্চিত করার দাবি জানান।
পরে শিক্ষামন্ত্রী বরাবর জেলা প্রশাসকের কাছে তাঁদের দাবিসংবলিত একটি স্মারকলিপি দেওয়া হয়।