হোম > সারা দেশ > পটুয়াখালী

নিম্নচাপের প্রভাবে কলাপাড়ায় উত্তাল সাগর, থেমে থেমে বৃষ্টি

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি

নিম্নচাপের প্রভাবে পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় উত্তাল বঙ্গোপসাগর। ছবি: আজকের পত্রিকা

নিম্নচাপের প্রভাবে পটুয়াখালীর কলাপাড়া উপজেলার কুয়াকাটাসংলগ্ন বঙ্গোপসাগর উত্তাল হয়ে উঠেছে। বড় বড় ঢেউ তীরে আছড়ে পড়ছে। নদ-নদীর পানির উচ্চতা স্বাভাবিকের চেয়ে কিছুটা বেড়েছে। চাপ বেড়েছে বাতাসের।

উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ উপকূলীয় এলাকায় নিম্নচাপ অবস্থান করছে। এর প্রভাবে গতকাল বৃহস্পতিবার থেকে আজ শুক্রবার দুপুর পর্যন্ত উপজেলার বিভিন্ন স্থানে থেমে থেমে বৃষ্টি হয়। এতে ভোগান্তিতে পড়েন নিম্ন আয়ের শ্রমজীবীরা।

এদিকে নিম্নচাপটি আরও ঘনীভূত হতে পারে এবং উপকূলীয় এলাকায় ঝোড়ো বা দমকা হাওয়া বয়ে যেতে পারে বলে আবহাওয়া অধিদপ্তর পূর্বাভাসে জানিয়েছে। পটুয়াখালীর পায়রাসহ দেশের চার সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

এ ছাড়া পটুয়াখালীসহ দেশের সাত অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার শঙ্কায় এসব নদীবন্দরকে এক নম্বর সতর্কসংকেত দেখিয়ে যেতে বলা হয়। বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছধরা ট্রলারের মাঝিদের উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

মহিপুর মৎস্য আড়ত সমবায় সমিতির সভাপতি মো. দিদার উদ্দিন আহম্মেদ মাসুম বলেন, সমুদ্রে মাছ ধরার সব নৌকা, ট্রলারের জেলেদের সতর্কতার সঙ্গে সাগরে মাছ ধরতে বলা হয়েছে।

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় পটুয়াখালীর যুবক নিহত, বাড়িতে মাতম

বিজয় আমাদের হয়েই গেছে, ১২ ফেব্রুয়ারি শুধু আনুষ্ঠানিকতা: নুর

বাউফলে দুই ছাত্রীকে ধর্ষণের অভিযোগ যুবকের বিরুদ্ধে, সহযোগিতার জন্য মা গ্রেপ্তার

‘নির্বাচন কমিশন ধানের শীষ দিলেও আপত্তি নেই’

ঘরে পড়ে ছিল গৃহবধূর গলাকাটা লাশ, পাশে বসে কাঁদছিলেন স্বামী

‘অনৈতিক সম্পর্ক’ ফাঁস করায় নিজের কিশোরী মেয়েকে হত্যা করান বাবা— আসামির স্বীকারোক্তি

দশমিনার শিক্ষক মাওলানা আবদুস ছত্তার আর নেই

পটুয়াখালী-৩ আসনে নুর-হাসান মামুনের প্রার্থিতা বৈধ ঘোষণা

নুরুল হক নুরের সম্পদ আছে ৯০ লাখ টাকার, নেই স্বর্ণালংকার

খালেদা জিয়ার জানাজায় এসে মারা যাওয়া নিরব জনকণ্ঠের সাবেক কর্মী