হোম > সারা দেশ > পটুয়াখালী

পটুয়াখালীতে বিএনপিপন্থী ১১ আইনজীবীর বিরুদ্ধে থানায় মামলা

পটুয়াখালী প্রতিনিধি

পটুয়াখালীতে আজ মঙ্গলবার হামলায় আহত জামায়াতে ইসলামীপন্থী আইনজীবীকে হাসপাতালে ভর্তি করা হয়। ছবি: আজকের পত্রিকা

পটুয়াখালী জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সরকারি কৌঁসুলিসহ (পিপি) জামায়াতে ইসলামী-সমর্থিত আইনজীবীদের ওপর হামলার ঘটনায় পটুয়াখালী সদর থানায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ১১ সদস্যের বিরুদ্ধে থানায় মামলা করা হয়েছে।

আজ বুধবার বিকেলে মামলাটি করেন পটুয়াখালীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি মো. রুহুল আমীন সিকদার।

পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইমতিয়াজ আহমেদ মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন। মামলা নম্বর ২৬।

মামলার আসামিরা হলেন মো. মাহবুবুর রহমান সুজন (৩৯), মো. মিজানুর রহমান (৮), মিজান মাস্টার (৪৮), এস এম তৌফিক হোসেন মুন্না (৪১), মো. আরিফ হোসেন (৪৫), মো. সাহাবুদ্দিন (সাবু) (৪৪), মো. আরিফুর রহমান রিয়াজ (৪৪), মো. নাজমুল আহসান মুন্না (৪৮), মো. মজিবুল হক বিশ্বাস রানা (৪২), শরীফ মো. সালাহউদ্দিন, মো. ইমরান হোসেন বাদল (৪০), মো. আবু জাফর খান (৫০)।

আসামিরা সবাই পটুয়াখালী জেলা আইনজীবী সমিতির সদস্য। তাঁদের মধ্যে শরীফ মো. সালাহউদ্দিন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক।

পটুয়াখালী জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. মোজাম্মেল হোসেন তপন বলেন, ‘একটি বিচ্ছিন্ন ঘটনা ঘটে গেছে। আমরা জেলা জামায়াতের আমির অ্যাড. নাজমুল আহসানের সঙ্গে কথা বলে একটা মীমাংসা করে দিয়েছি। তবে এরপরও মামলা হবে এমনটা প্রত্যাশিত ছিল না। বিষয়টি নিয়ে আমরা বিব্রত বোধ করছি।’

পটুয়াখালী-৩ আসনে নুরুল হক নুরের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

যৌনকর্মীদের আশ্রয় দেওয়ার অভিযোগ, কুয়াকাটায় জামায়াত নেতা বহিষ্কার

পটুয়াখালীতে বিএনপি নেতা হাসান মামুনের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

পটুয়াখালীর দুমকী: পানির স্তর নেমে গেছে তীব্র সংকটে মানুষ

ওসমান হাদিকে হত্যার প্রতিবাদে দশমিনায় গণঅধিকার পরিষদের কালো পতাকা মিছিল

গরুতে ধান খাওয়া নিয়ে সংঘর্ষ, নারীসহ আহত ৫

পটুয়াখালীর কলাপাড়া: এক রাখাইন পরিবারের ৪০ একর জমি দখল

দল মনোনয়ন দিল পটুয়াখালী-১, ইসলামী আন্দোলনের প্রার্থী ঘোষণা দিলেন পটুয়াখালী-৪ আসনে

বিএনপির মনোনয়ন বিরোধে বাউফলে ক্ষোভ-বিক্ষোভ চলছেই

দশমিনায় ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে