সংকট কাটিয়ে ২০ দিন পর পটুয়াখালীর পায়রা তাপ বিদ্যুৎকেন্দ্রের (বিসিপিসিএল) উৎপাদন আজ শুরু হচ্ছে। আজ রোববার সকালে বিদ্যুৎকেন্দ্রটির বয়লার চালু করা হয়।
আজ বিকেল ৪টায় টারবাইনে কয়লা ভরা শেষ হবে। তখন ৬৬০ মেগাওয়াটের একটি ইউনিটের বিদ্যুৎ উৎপাদন কার্যক্রম শুরু হবে। বিষয়টি নিশ্চিত করেছেন পায়রা বিদ্যুৎকেন্দ্রের তত্ত্বাবধায়ক প্রকৌশলী শাহ আবদুল হাসিব।
এর আগে গত ৫ জুন কয়লা সংকটে বিদ্যুৎকেন্দ্রটি পুরোপুরি বন্ধ হয়ে যায়। এর প্রভাবে লোডশেডিংয়ের কবলে পড়ে পুরো দেশ। পরে গত বৃহস্পতিবার রাত ৩টার দিকে ইন্দোনেশিয়া থেকে কয়লাবাহী জাহাজ পায়রা বন্দরে এসে পৌঁছায়। ওই দিন সকাল থেকে শুরু হয় কয়লা খালাস কার্যক্রম। মার্শাল আইল্যান্ডের পতাকাবাহী জাহাজটি ৪১ হাজার ২০৭ মেট্রিক টন কয়লা নিয়ে আসে।
এ বিষয়ে জানতে চাইলে পায়রা বিদ্যুৎকেন্দ্রের তত্ত্বাবধায়ক প্রকৌশলী শাহ আবদুল হাসিব আজকের পত্রিকাকে বলেন, কয়লা সংকটে ২০ দিন বন্ধ থাকার পর আজ আবার ৬৬০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন একটি ইউনিট চালু হচ্ছে। শিগগিরই বাকি ইউনিটটিও চালু করা সম্ভব হবে।
আরও পড়ুন: