হোম > সারা দেশ > পটুয়াখালী

কুয়াকাটা সৈকতে বেড়াতে এসেছিল ৭ বন্ধু, ডুবে ১ জনের মৃত্যু

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি

পটুয়াখালীর কুয়াকাটা সৈকতে গোসল করতে নেমে মারা যাওয়া পর্যটক মিয়া সামাদ সিদ্দিকী পারভেজের লাশ উদ্ধার করেন ফায়ার সার্ভিসের কর্মীরা। ছবি: আজকের পত্রিকা

বন্ধুদের সঙ্গে বেড়াতে এসে পটুয়াখালীর কুয়াকাটা সৈকতে নেমে মিয়া সামাদ সিদ্দিকী পারভেজ (১৭) নামের এক পর্যটক মারা গেছে। নিখোঁজ হওয়ার প্রায় তিন ঘণ্টা পর আজ বুধবার বেলা সোয়া ২টার দিকে তার লাশ উদ্ধার করেন ফায়ার সার্ভিসের কর্মীরা।

এর আগে সকাল সাড়ে ১১টার দিকে কুয়াকাটা জিরো পয়েন্টে বন্ধুদের সঙ্গে গোসল করতে নেমে ডুবে যায় পারভেজ।

পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল মঙ্গলবার খুলনা থেকে পারভেজসহ সাত বন্ধু কুয়াকাটায় বেড়াতে আসে। আজ সকালে তারা সৈকত এলাকার জিরো পয়েন্টে গোসলে নামে। এ সময় হঠাৎ ঢেউয়ের তোড়ে তলিয়ে যায় পারভেজ। এরপর কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশ, নৌ পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার তৎপরতা চালান। বেলা সোয়া ২টার দিকে ফায়ার সার্ভিসের ডুবুরিরা তার লাশ উদ্ধার করে।

প্রত্যক্ষদর্শী হারুন বলেন, ‘ছেলেটি পানিতে ডুবে যাওয়ার সময় হাত উঁচিয়ে সাহায্য চাইছিল। আমরা দৌড়ে তার কাছে পৌঁছানোর আগেই সে তলিয়ে যায়।’ পারভেজের সঙ্গে আসা সেলিম রেজা বলেন, ‘আমরা একসঙ্গে ঘুরতে এসে এভাবে একজনের লাশ নিয়ে যাব, তা ভাবিনি। খুবই কষ্ট হচ্ছে।’

কলাপাড়া উপজেলা ফায়ার সার্ভিস স্টেশনের দলনেতা শাহাদাত হোসেন বলেন, সকালে ঢেউয়ের তোড়ে নিখোঁজ পর্যটক পারভেজকে প্রায় দুই ঘণ্টা অভিযান চালিয়ে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। ঘটনাস্থলেই তার লাশ পাওয়া যায়। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়ার জন্য লাশ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

কুয়াকাটা নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ বিকাশ মণ্ডল আজকের পত্রিকাকে বলেন, সৈকতে ডুবে মারা যাওয়া এক পর্যটকের লাশ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় পটুয়াখালীর যুবক নিহত, বাড়িতে মাতম

বিজয় আমাদের হয়েই গেছে, ১২ ফেব্রুয়ারি শুধু আনুষ্ঠানিকতা: নুর

বাউফলে দুই ছাত্রীকে ধর্ষণের অভিযোগ যুবকের বিরুদ্ধে, সহযোগিতার জন্য মা গ্রেপ্তার

‘নির্বাচন কমিশন ধানের শীষ দিলেও আপত্তি নেই’

ঘরে পড়ে ছিল গৃহবধূর গলাকাটা লাশ, পাশে বসে কাঁদছিলেন স্বামী

‘অনৈতিক সম্পর্ক’ ফাঁস করায় নিজের কিশোরী মেয়েকে হত্যা করান বাবা— আসামির স্বীকারোক্তি

দশমিনার শিক্ষক মাওলানা আবদুস ছত্তার আর নেই

পটুয়াখালী-৩ আসনে নুর-হাসান মামুনের প্রার্থিতা বৈধ ঘোষণা

নুরুল হক নুরের সম্পদ আছে ৯০ লাখ টাকার, নেই স্বর্ণালংকার

খালেদা জিয়ার জানাজায় এসে মারা যাওয়া নিরব জনকণ্ঠের সাবেক কর্মী