হোম > সারা দেশ > পাবনা

সাঁথিয়ায় যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা

সাঁথিয়া (পাবনা) প্রতিনিধি 

প্রতীকী ছবি

পাবনার সাঁথিয়ায় ক্ষেতুপাড়া আব্দুস সাত্তার উচ্চ বিদ্যালয়ের অফিস সহকারী আমিরুল ইসলামকে (৪৫) কুপিয়ে হত্যা করা হয়েছে। গতকাল সোমবার রাতে এ ঘটনা ঘটে। ক্ষেতুপাড়া গ্রামের মৃত লোয়াই প্রামাণিকের ছেলে আমিরুল ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন।

স্থানীয়রা জানায়, গতকাল সোমবার রাত ৮টার দিকে একই গ্রামের ইউনুসের ছেলে ইমু, আলতাবের ছেলে সালেক, চাঁদের ছেলে মিঠুসহ কয়েকজন মিলে ক্ষেতুপাড়া গ্রামের যুবলীগ নেতা ও সাত্তার উচ্চ বিদ্যালয়ের অফিস সহকারী আমিরুলকে কুপিয়ে ফেলে রেখে যায়। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক এনজামামুল হক তাঁকে মৃত ঘোষণা করেন।

নিহতের ভাতিজা রোকন বলেন, ‘ওদের সঙ্গে অনেক আগে থেকে ইউপি নির্বাচন নিয়ে শত্রুতা ছিল। আমার চাচাকে ওরা তুলে নিয়ে কয়েকজন মিলে কুপিয়ে ফেলে রেখে চলে যায়।’

নিহতের আরেক ভাতিজা সোহেল বলেন, ‘সিএনজিতে করে আসা কিছু লোক আশরাফ মেম্বারকে মারছে শুনে ধাওয়া করে আমার কাকা আমিরুল। একপর্যায়ে চকপাট্রায় এসে সিএনজিটি ধরে ফেলে। এ সময় সিএনজিতে থাকা লোকজন কাকাকে কুপিয়ে হত্যা করে।’

এ বিষয়ে জানতে চাইলে সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ঘটনা তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ঈশ্বরদীতে ভাড়া বাসা থেকে ছাত্রদল নেতার ঝুলন্ত মরদেহ উদ্ধার

নিরাপদ এলাকা গড়ব সবাইকে সঙ্গে নিয়ে

পাবনা-৫: ১৭ মামলার আসামি শিমুল, ইকবালের মাথায় ১

চাটমোহরে স্বাস্থ্য কমপ্লেক্সে দায়িত্বরত নার্সকে ছুরিকাঘাতের অভিযোগ স্বামীর বিরুদ্ধে

কথা পরিষ্কার—নিরীহ মানুষকে গ্রেপ্তার করা যাবে না: হাবিব

দেশের সর্বনিম্ন তাপমাত্রায় কাঁপছে ঈশ্বরদী

পাবনার সাঁথিয়া: উপস্বাস্থ্যকেন্দ্র এখন গণশৌচাগার

আবু সাইয়িদের পক্ষে মনোনয়নপত্র বাছাইয়ে গিয়ে গ্রেপ্তার ২ আ.লীগ নেতা

পিটিয়ে হত্যা করা আইনজীবী নাঈম উবারে গাড়ি চালাতেন—জানালেন সহকর্মীরা

দখল-দূষণে বিলীন আত্রাই: নদ ভরাট করে ক্লিনিক মার্কেট ভবন