হোম > সারা দেশ > নোয়াখালী

পরীক্ষা শেষে বাড়ি ফেরার পথে জ্ঞান হারাল ২ ছাত্রী

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর চাটখিল উপজেলায় পরীক্ষা শেষে বাড়ি ফেরার পথে অতিরিক্ত গরমে দুই ছাত্রী জ্ঞান হারিয়েছে। আজ বুধবার দুপুর দেড়টার দিকে তারা অসুস্থ হয়ে পড়লে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

অসুস্থ ছাত্রীরা হলো—ভীমপুর বহুমুখী উচ্চবিদ্যালয় ও কারিগরি কলেজের বিজ্ঞান বিভাগের দশম শ্রেণির ছাত্রী তানজিলা সুলতানা ও একই বিদ্যালয়ের ব্যবসা শিক্ষা বিভাগের নবম শ্রেণির ছাত্রী কানিজ ফাতেমা রিয়া।

ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আনোয়ার হোসেন জানান, সকালে বিদ্যালয়ে মধ্য বর্ষ পরীক্ষা দিতে আসে ওই দুই শিক্ষার্থী। সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত পরীক্ষা চলে। নবম ও দশম উভয় শ্রেণিতেই আজ বাংলা প্রথম পত্রের পরীক্ষা ছিল। তারা দুজনই পরীক্ষা চলাকালে সুস্থ ও স্বাভাবিক ছিল। পরীক্ষা শেষে বাড়ি ফেরার পথে দেড়টার দিকে গরমে জ্ঞান হারিয়ে ফেলে। এ সময় সহপাঠীরা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়।

বিদ্যালয় থেকে তাদের দেখাশোনার জন্য দুজন শিক্ষক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। তবে দুজনই আগে থেকে শ্বাসকষ্টের সমস্যায় ভুগছিল। একাধিকবার চিকিৎসাও নিয়েছে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা খন্দকার মোশতাক আহমেদ বলেন, প্রচণ্ড গরমে দুই শিক্ষার্থী জ্ঞান হারিয়েছে। বর্তমানে তারা আশঙ্কামুক্ত আছে। তাদের চিকিৎসা চলছে।

চাঁদা না দেওয়ায় হাতিয়ায় ব্যবসায়ীর ওপর হামলার অভিযোগ

ভেসে আসা কোরালে ‘কপাল খুলল’ আনোয়ারের

হাতিয়ায় গোলাগুলির দুই দিন পর সামছুর লাশের সন্ধান, নিহত বেড়ে ৬

হাতিয়ায় ৫ জন নিহতের ঘটনায় হত্যা মামলা

হাতিয়ায় চর দখল নিয়ে গোলাগুলি: সামছুর মৃত্যু নিয়ে ধোঁয়াশা

গণমাধ্যমে হামলা করে নির্বাচন বানচালের চেষ্টা হয়েছে: ছাত্রদল সম্পাদক নাছির

নোয়াখালীতে ৮ দফা দাবিতে কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীদের সড়ক অবরোধ

এনসিপির হান্নান মাসউদকে হত্যার হুমকি: যুবক গ্রেপ্তার

হাতিয়ায় এনসিপি নেতা হান্নান মাসউদকে হুমকির প্রতিবাদে বিক্ষোভ

হান্নান মাসউদের ৩ সমর্থককে কুপিয়ে জখম