নীলফামারীতে পৃথক স্থানে ভারত-বাংলাদেশের মধ্যে চলাচলকারী মিতালি এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে দুজনের মৃত্যু হয়েছে। আজ রোববার সদর উপজেলার চওড়া ও সুবর্ণখুলী এলাকায় এই দুটি ঘটনা ঘটে।
নিহতরা হলেন–সদর উপজেলার চওড়া বড়গাছা ইউনিয়নের দক্ষিণ চওড়া এলাকার মৃত তছির উদ্দিনের স্ত্রী আনিছা বেগম (৫৫) ও সংগলশী ইউনিয়নের সুবর্ণখুলী এলাকার মানিক মিয়ার ছেলে সৌরভ ইসলাম (২০)।
রেলওয়ে পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, আনিছা বেগম দুপুরে গাছের খড়ি নিয়ে রেললাইন পার হওয়ার সময় মিতালি এক্সপ্রেস ট্রেনে কাটা পড়েন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তিনি দৃষ্টি ও শ্রবণ প্রতিবন্ধী ছিলেন। অপরদিকে একই ট্রেনের নিচে কাটা পড়ে সৌরভের মৃত্যু হয়। তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন।
সৈয়দপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম নূরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘নিহত দুজনের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে স্বজনদের কাছে।’