হোম > সারা দেশ > নীলফামারী

জমি রেজিস্ট্রির আগে বাবার মৃত্যু, কবরে শুয়ে দাফনে বাধা ছেলের

নীলফামারী প্রতিনিধি

জমি রেজিস্ট্রি করে দেওয়ার আগে বাবার মৃত্যু হলে তাঁর জন্য খোঁড়া কবরে শুয়ে দাফনে বাধা সৃষ্টি করেন তাঁরই ছেলে। পরে পুলিশের হস্তক্ষেপে পৃথক স্থানে দাফন কাজ সম্পন্ন হয়। ঘটনাটি ঘটে আজ শুক্রবার নীলফামারী সদরের চাপড়া যাদুরহাট বাটুলটারি গ্রামে। 

স্থানীয়রা জানান, বার্ধক্যজনিত রোগে আক্রান্ত হয়ে আজ ভোরে মারা যান ওই গ্রামের মজিবুর রহমান (৬২)। সংসারে তাঁর দুই স্ত্রী রয়েছেন। মৃত্যুর আগে দ্বিতীয় স্ত্রীকে দুই শতাংশ এবং ওই স্ত্রীর ছোট ছেলেকে পাঁচ শতাংশ জমি লিখে দেন তিনি। 

অন্যদিকে প্রথম স্ত্রীর তিন ছেলের মধ্যে ওয়াজেদ আলী, খয়রাত আলী ও নওশাদ আলীকে মৌখিকভাবে তিন শতাংশ জমি প্রদান করেন বাবা মজিবুর রহমান। কিন্তু জমি রেজিস্ট্রি করে দেওয়ার আগেই তাঁর (মজিবুর রহমান) মৃত্যু হয়। 

মৃত্যুর আগে তিন ছেলেকে মৌখিকভাবে দেওয়া জমি রেজিস্ট্রি করে না দেওয়ায় লাশ আটকে বাবার জন্য খোঁড়া কবরে শুয়ে পড়েন ছেলে নওশাদ আলী। স্বজনেরা অনেক চেষ্টা করে সে কাজ থেকে তাঁকে নিবৃত্ত করতে না ফেরে পুলিশে খবর দেন। পরে পুলিশের হস্তক্ষেপে অন্যত্র দাফন করা হয় মজিবুর রহমানকে। 

স্থানীয় চাপড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) ওয়ার্ড সদস্য মাহাবুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘জমি লিখে না দেওয়ায় বাবাকে কবর দিতে বাধা প্রদানের ঘটনাটি আসলেই দুঃখজনক। এ নিয়ে এলাকায় সমালোচনার ঝড় বইছে। পরে থানায় বিষয়টি জানালে পুলিশের হস্তক্ষেপে মৃত মজিবুরের দাফনকার্য সম্পন্ন হয়।’ 

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তানভীরুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘স্থানীয় গ্রাম পুলিশের মাধ্যমে খবর পেয়ে সেখানে পুলিশ পাঠানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে কবরে শুয়ে থাকা নওশাদ আলী কবর থেকে উঠে পালিয়ে যান। পরে গ্রামবাসীর সহযোগিতায় অন্যত্র কবর খুঁড়ে পুলিশের উপস্থিতিতে মজিবুর রহমানের দাফন সম্পন্ন করা হয়।’

জীবিকার একমাত্র অবলম্বন ঘোড়ার মৃত্যুতে দিশেহারা হালিমার পরিবার

লাভের আশায় লোকসানে আলুচাষি ও ব্যবসায়ীরা

মেডিকেলে ভর্তির সুযোগ পেলেন সৈয়দপুরের এক কলেজের ৪৫ শিক্ষার্থী

ভূমিদস্যুদের কবল থেকে জমি উদ্ধারের দাবি

ময়দা দিয়ে তৈরি হতো ওষুধ, ৫০ হাজার টাকা জরিমানা

রেলওয়ের জমিতে বহুতল ভবন নির্মাণ, প্রকৌশলীসহ ৪ জনের বিরুদ্ধে দুদকের মামলা

ইটভাটায় কৃষিজমির মাটি ব্যবহার, ৫০ হাজার টাকা জরিমানা

বাংলাদেশ এখন অস্থির সময় পার করছে: পররাষ্ট্র উপদেষ্টা

ট্রাকচাপায় ইপিজেড শ্রমিকের মৃত্যু

ডিমলায় সার না পেয়ে ডিলারের গুদাম ভাঙচুর-লুট