হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

হ্যালোথেন পাওয়া গেলে চিকিৎসকেরাও ছাড় পাবেন না, স্বাস্থ্যমন্ত্রীর হুঁশিয়ারি

স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী ডা. সামন্ত লাল সেন বলেছেন, দেশের সব অনুমোদনহীন বেসরকারি ক্লিনিক বন্ধ করার পাশাপাশি চেতনানাশক অ্যানেসথেসিক ড্রাগস হ্যালোথেন ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। গত দুই দিন আগে ঢাকায় অভিযান চালিয়ে দুজনকে গ্রেপ্তারও করা হয়েছে। সরকারের এই নিষেধাজ্ঞা অমান্য করে কেউ হ্যালোথন ড্রাগস বিক্রি করলে, কোনো হাসপাতালে ব্যবহার করলে এবং কোনো চিকিৎসক এর সঙ্গে জড়িত থাকলে তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। 

আজ মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নবনির্মিত মুজিব কর্নারের উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, প্রান্তিক পর্যায়ে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে সারা দেশে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোয় চিকিৎসাসেবার মান উন্নত করার প্রচেষ্টা চলছে। এটি বাস্তবায়ন হলে রাজধানী ঢাকাসহ বিভাগীয় শহরের হাসপাতালগুলোয় রোগীদের চাপ অনেক কমে আসবে। 

ডা. সামন্ত লাল বলেন, বিশ্বের উন্নত রাষ্ট্রগুলোয় এনসিডি (নন–কমিউনিক্যাল ডিজিজ) কর্নারের ওপর বিশেষ  গুরুত্ব দেওয়া হচ্ছে। বাংলাদেশেও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোয় এনসিডি কর্নারের মাধ্যমে রোগীদের রক্ত চাপ, ডায়বেটিস ও ক্যানসার নির্ণয়ের পরীক্ষা–নিরীক্ষার ব্যবস্থা করা হবে। 

এই সেবা চালু করা গেলে দেশের বড় বড় হাসপাতালগুলোয় আর রোগীদের যেতে হবে না। স্থানীয়ভাবেই তারা জটিল রোগসহ সব ধরনের রোগের আধুনিক চিকিৎসাসেবা পাবে।

এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য আবদুল্লাহ আল কায়সার, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম, জেলা সিভিল সার্জন ডা. মুশিউর রহমান, উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাবরিনা হক প্রমুখ।

সোনারগাঁয়ে লরি বিকল: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

জামিনে বেরিয়ে হত্যা মামলার বাদীর ছেলেকে কুপিয়ে জখমের অভিযোগ

হাদির হত্যার বিচারের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

অন্ধকারকে দোষারোপ নয়, মোমবাতি হয়ে উঠতে হবে

শীতলক্ষ্যা তৃতীয় সেতুর নতুন নাম ‘শহীদ ওসমান হাদি’

ঘন কুয়াশায় নোঙর করে রাখা বাল্কহেডে লঞ্চের ধাক্কা, ১১ ঘণ্টা পর দুই লাশ উদ্ধার

ঘন কুয়াশায় নোঙর করে রাখা বাল্কহেডে লঞ্চের ধাক্কা, নিখোঁজ ২

নারায়ণগঞ্জে শিশুকে ধর্ষণচেষ্টার পর শ্বাসরোধে হত্যা, গ্রেপ্তার আসামির জবানবন্দি

অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার ২

যুবশক্তির তিন নেতাকে হত্যার হুমকি, সোনারগাঁ থানায় জিডি