হোম > সারা দেশ > জামালপুর

যৌথ বাহিনীর অভিযানে ২৬১ বস্তা সরকারি চাল জব্দ, আটক ৪

জামালপুর ও ইসলামপুর প্রতিনিধি

অভিযান চালিয়ে ভিজিএফ কর্মসূচির অবৈধভাবে মজুত করা সরকারি চাল উদ্ধার করে যৌথ বাহিনী। ছবি: আজকের পত্রিকা

জামালপুরের সরিষাবাড়ী ও ইসলামপুর উপজেলায় পৃথক অভিযানে ভিজিএফ কর্মসূচির ২৬১ বস্তা অবৈধভাবে মজুত করা সরকারি চাল উদ্ধার করেছে যৌথ বাহিনী। এ সময় চারজনকে আটক করা হয়েছে। গতকাল রোববার রাতে সরিষাবাড়ীর ভাটারা ও ইসলামপুরের গাঁওকুড়া এলাকায় এই অভিযান পরিচালিত হয়।

আজ সোমবার সকালে সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাশেদুল হাসান ও ইসলামপুর থানার ওসি সাইফুল্লাহ সাইফ সরকারি চাল উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

আটক ব্যক্তিরা হলেন ভাটারা ইউনিয়নের রঘুনাথপুর এলাকার আব্দুল গফুরের ছেলে আশিক মিয়া, শাওয়ান আলীর ছেলে মো. শান্ত, মহাদান ইউনিয়নের সানাকৈর গ্রামের জয়েন উদ্দিনের ছেলে রায়হান মিয়া ও ইসলামপুর পৌর শহরের গাঁওকুড়া এলাকার মা রাইস মিলের মালিক আরিফ মিয়া।

সরিষাবাড়ীর অভিযানে নেতৃত্ব দেন তারাকান্দি সেনাবাহিনীর অস্থায়ী ক্যাম্পের (২৬ বীর) সিনিয়র ওয়ারেন্ট অফিসার ছাবিদ আলী। সঙ্গে ছিলেন সহকারী কমিশনার (ভূমি) লিজা রিছিল ও সরিষাবাড়ী থানার এসআই ফখরুল ইসলাম।

অন্যদিকে ইসলামপুরের গাঁওকুড়া এলাকার মা রাইস মিলে অভিযান চালিয়ে ২০৬ বস্তা সরকারি চাল জব্দ করা হয়। মিলমালিক আরিফ মিয়াকে আটক ও মিলের গোডাউন সিলগালা করা হয়েছে। সেনাবাহিনীর ক্যাপ্টেন আহসানের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে উপস্থিত ছিলেন ইসলামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তৌহিদুর রহমান ও থানার ওসি সাইফুল্লাহ সাইফ।

পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে আরিফ মিয়া মা রাইস মিলের গোডাউনে সরকারি চাল মজুত করে বিভিন্ন কোম্পানির সিলযুক্ত বস্তায় বাজারজাত করছিলেন। প্রতিটি বস্তায় ছিল ৫০ কেজি চাল। মিলমালিক আরিফ দাবি করেছেন, চালগুলো তিনি কিনেছেন। তবে উপযুক্ত কাগজপত্র দেখাতে না পারায় চাল জব্দ ও গোডাউন সিলগালা করা হয়।

ইসলামপুর থানার ওসি সাইফুল্লাহ সাইফ বলেন, রাতে গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর একটি টহল দল অভিযান চালিয়ে সরকারি চাল জব্দ করেছে। মিলমালিককে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

ভালুকায় অটোরিকশার ধাক্কায় কৃষক নিহত

ময়মনসিংহে ল্যাম্পপোস্ট চুরি করতে গিয়ে দুই যুবকের মৃত্যু

প্রজাতন্ত্রের কর্মকর্তা-কর্মচারীরা গণভোটের পক্ষে কাজ করতে পারবেন: আলী রীয়াজ

সড়কের পাশে ছুড়ে ফেলা কার্টন থেকে নবজাতকের মরদেহ উদ্ধার

শেরপুরে বাবার হাতে শিশুকন্যা নিহত, আরেক সন্তান আহত

পৌর ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে জামালপুরে রেলপথ অবরোধ

ছেলেকে বিদেশে পাঠাতে সর্বস্ব হারিয়ে পথে পথে চা বিক্রি করছেন মা

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের শিশু ওয়ার্ডে আগুন, হুড়োহুড়িতে বেশ কয়েকজন আহত

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে লাগা আগুন নিয়ন্ত্রণে, রোগী ও স্বজনদের স্বস্তি

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আগুন, রোগীদের সরিয়ে নেওয়া হচ্ছে