হোম > সারা দেশ > ময়মনসিংহ

সরিষাবাড়ীতে ট্রেনে আগুন: জেলা বিএনপির সভাপতিসহ ৮১ জনের বিরুদ্ধে মামলা

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি

হরতালে জামালপুরের সরিষাবাড়ীতে আন্তনগর ট্রেনে দেওয়া আগুনের ঘটনায় করা মামলায় শহর বিএনপির সভাপতি লিয়াকত আলী খানসহ ১১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এঁদের মধ্যে ১০ জনই অজ্ঞাত আসামি। আজ সোমবার তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এর আগে গতকাল রোববার আন্তনগর ট্রেনে দেওয়া আগুনের ঘটনায় জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবির তালুকদার শামীমকে প্রধান আসামি করে ৮১ জনের বিরুদ্ধে মামলা করেছে রেলওয়ে পুলিশ। গতকাল রাতে জামালপুর রেলওয়ে থানার মামলাটি দায়ের করা হয়। আসামিদের মধ্যে ৪০ জনই অজ্ঞাত, আর এজাহার নামীয় ৪১ জন।

মামলায় রেলের প্রায় কোটি টাকা মূল্যের সম্পদ আগুনে পুড়ে বিনষ্ট হয়ে গেছে বলে মামলার এজাহারে উল্লেখ করেছেন মামলার বাদী সরিষাবাড়ী রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপসহকারী পরিদর্শক (এএসআই) আব্দুল কাদের।

গ্রেপ্তার হওয়া বাকি আসামিরা হলেন মুনছের আলী (৩৬), বাবু মিয়া (৫৫), রমজান আলী (৩৫), রেজাউল করিম (৪৫), নজরুল ইসলাম (৩২), সুজন মিয়া (৩৪), রাজা মিয়া (২৬), আশিক মিয়া (১৯), মোরাদ হাসান (২৩) ও মোশারফ হোসেন ওরফে আকাশ (২৫)।

এ বিষয়ে রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গুলজার হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘সরিষাবাড়ীতে যাত্রীবাহী ট্রেনের বগিতে দাহ্য পদার্থ দ্বারা আগুন লাগিয়ে কোটি টাকা মূল্যের সরকারি সম্পদ নষ্ট করা হয়েছে। এ অপরাধে পুলিশ বাদী হয়ে জেলা বিএনপির সভাপতিকে প্রধান আসামি করে একটি মামলা দায়ের করেছে। গ্রেপ্তার আসামিদের আজ সোমবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’

গত শনিবার দিবাগত রাতে সরিষাবাড়ী রেলস্টেশন থেকে আন্তনগর যমুনা এক্সপ্রেস ট্রেনটি ছেড়ে যাওয়ার সময় আগুন ধরিয়ে দেয় একদল দুর্বৃত্ত। এ সময় আতঙ্কিত কিছু যাত্রী ট্রেন থেকে লাফিয়ে নেমে যান। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল গিয়ে প্রায় আড়াই ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। ঘটনার পর সরিষাবাড়ী-তারাকান্দি রেলপথে ট্রেনযোগাযোগ বন্ধ হয়ে যায়। পরে ভোর ৫টায় ট্রেন চলাচল শুরু হয়।

ময়মনসিংহে দিপু চন্দ্র হত্যা: লাশ পোড়ানোর নির্দেশদাতা গ্রেপ্তার

ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী কিশোর নিহত

ত্রিশালে এমপি হতে চাওয়া সেই ভিক্ষুকের মনোনয়ন বাতিল

ময়মনসিংহে বিএনপির লিটনসহ আরও ১১ প্রার্থীর মনোনয়ন বাতিল

রাতের খাবার খেতে গিয়ে স্থানীয়দের হামলার শিকার বাকৃবির ৫ শিক্ষার্থী

মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরণ, অটোচালকসহ দগ্ধ ৩

দীপু দাস হত্যা: নিথর দেহ গাছে ঝোলানোর ‘মূল হোতা’ গ্রেপ্তার

গফরগাঁওয়ে মনোনয়ন দ্বন্দ্বে নাশকতা, তিন শতাধিক আসামি করে দুই মামলা

ভালুকায় সহকর্মীর গুলিতে আনসার সদস্য নিহত, অভিযুক্ত গ্রেপ্তার

ময়মনসিংহ বিভাগ: অবৈধভাবে চলছে ৪৫৯ ইটভাটা