জামালপুরের সরিষাবাড়ী উপজেলা ছাত্রলীগের সভাপতি আল আমিন হোসাইন শিবলু ও সাধারণ সম্পাদক আল মামুনকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। গতকাল রোববার রাতে জেলা ছাত্রলীগের সভাপতি খাবীরুল ইসলাম খান ও সাধারণ সম্পাদক নাফিউল করিম রাব্বির স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানা যায়, দলীয় আদেশ অমান্য করায় জেলা ছাত্রলীগের সিদ্ধান্ত মোতাবেক সরিষাবাড়ী উপজেলা ছাত্রলীগের সভাপতি আল আমিন হোসাইন শিবলু ও সাধারণ সম্পাদক আল মামুনকে এ বহিষ্কারাদেশ দেওয়া হয়। সেই সঙ্গে তাঁদের স্থায়ীভাবে কেন বহিষ্কার করা হবে না, এ মর্মে আগামী ৩ কার্য দিবসের মধ্যে কারণ দর্শাতে বলা হয়েছে।
এ ব্যাপারে আল আমিন হোসাইন শিবলু মোবাইলে সাংবাদিকদের বলেন, রোববার জেলা ছাত্রলীগের শোক মিছিলে হাজির না হওয়ায় এ আদেশ দেওয়া হয়েছে। সাংগঠনিক নিয়মানুযায়ী চিঠির জবাব দেওয়া হবে।