হোম > সারা দেশ > শেরপুর

নালিতাবাড়ী উপজেলা কৃষি কর্মকর্তার বদলি স্থগিতের দাবিতে কৃষকদের বিক্ষোভ

নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার কৃষি কর্মকর্তা আলমগীর কবীরকে হুমকির প্রতিবাদ ও স্ট্যান্ড রিলিজ বাতিলের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে কৃষকেরা।

আজ সোমবার দুপুরে উপজেলার সর্বস্তরের কৃষক-কৃষাণীদের ব্যানারে উপজেলা পরিষদের সামনে প্রায় শতাধিক কৃষকের অংশগ্রহণে এই মানববন্ধন ও শহরের প্রধান প্রধান সড়কে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

উপজেলার রামচন্দ্রকুড়া ইউনিয়নের কৃষক মোহাম্মদ আলীর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন—কাকরকান্দি ইউনিয়নের কৃষক আব্দুল ওহাব, বিশগিরীপাড়া গ্রামের জিয়াউর রহমান, পোড়াগাঁও ইউনিয়নের কৃষক আব্দুল মজিদ, তন্তর গ্রামের আব্দুল মোতালেব প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, উপজেলা কৃষি কর্মকর্তা উপজেলার সাধারণ কৃষকদের জন্য অনেক কাজ করেছেন। কৃষকদের যে কোনো প্রয়োজনে তাঁরা তাকে পাশে পেয়েছেন। কিন্তু সম্প্রতি ভেজাল ও নকল কীটনাশক বিরোধী অভিযান পরিচালনার পর তাঁকে হুমকি দেওয়া হয়। আর হুমকির ২৪ ঘণ্টা পার না হতেই তাঁর নামে বদলির নোটিশ চলে আসে। যা নালিতাবাড়ীর কৃষকদের জন্যও ক্ষতির।

বক্তারা আরও বলেন, সারা দেশে সার সংকট ও সারের বাড়তি দাম থাকলেও কৃষি অফিসারের তদারকিতে তাদের কখনো এই ভোগান্তি পোহাতে হয়নি। আর তাদের জন্য কাজ করতে গিয়েই কর্মকর্তাকে বদলি হতে হলো। তাই নালিতাবাড়ীর কৃষি ও কৃষকের উন্নয়নের স্বার্থে তাঁরা কৃষি অফিসার আলমগীর কবীরের স্ট্যান্ড রিলিজ স্থগিত করার দাবি জানান।

হুমকি ও বদলির বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা আলমগীর কবীর আজকের পত্রিকাকে বলেন, ‘কৃষকের স্বার্থে অভিযোগের প্রেক্ষিতেই অভিযান করেছিলাম। তবে অভিযানের পর বিভিন্ন মহল থেকেই চাপ সৃষ্টি করা হয় এবং আমাকে বদলি করে দেওয়ার হুমকি দেওয়া হয়। যেহেতু সরকারি চাকরি করি, আমাদের বদলি হওয়া স্বাভাবিক। ডিপার্টমেন্টের যেকোনো সিদ্ধান্তও মেনে নেব।’

উল্লেখ্য গত ২৯ মার্চ ভেজাল বিরোধী অভিযানে শহরের সাহা ট্রেডার্সে অভিযান চালিয়ে রাজিব এগ্রো ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ‘মাইক্রোভিট’ নামে অনুমোদনহীন ৬ কার্টুন কীটনাশক জব্দ করে উপজেলা ও জেলার কৃষি কর্মকর্তারা। পরে গত ৩ এপ্রিল এ নিয়ে মামলার প্রস্তুতি নিলে উপজেলা কৃষি কর্মকর্তাকে বদলির হুমকি দেওয়া হয়। এ কে হুমকির ২৪ ঘণ্টা না পেরোতেই পরদিন ৪ এপ্রিল সকালে কৃষি মন্ত্রণালয়ের উপসচিব আবুল কালাম স্বাক্ষরিত এক নোটিশে কৃষি কর্মকর্তা আলমগীর কবীরকে স্ট্যান্ড রিলিজ দেওয়া হয় এবং রাঙামাটি উপজেলার বরকল উপজেলায় যোগদানের নির্দেশ দেওয়া হয়।

বিএনপি থেকে পদত্যাগ করলেন সাবেক এমপি শাহিন, স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা

মনোনয়ন পরিবর্তনের দাবিতে ফের ঢাকা-ময়মনসিংহ রেলপথ অবরোধ

ময়মনসিংহে মাজার ভাঙচুর ও মলমূত্র নিক্ষেপের ঘটনায় মামলা

বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে রেলপথ অবরোধ-আগুন, ট্রেন চলাচল বন্ধ

নেত্রকোনায় দুপক্ষের সংঘর্ষ, নারীসহ আহত ২২

কুয়াশায় যমুনায় আটকা বর-কনেসহ ৪৭ যাত্রীর নৌকা, ১৫ ঘণ্টা পর উদ্ধার

ময়মনসিংহে মাজার ভাঙচুর করে মলমূত্র ছিটিয়ে দিয়েছে দুর্বৃত্তরা

ভারতে পালানোর সময় বেনাপোল সীমান্তে ময়মনসিংহের যুবলীগ নেতা গ্রেপ্তার

ময়মনসিংহে যুবককে পিটিয়ে হত্যার পর মরদেহে আগুন: আরও ৬ আসামি গ্রেপ্তার

বড়দিনের প্রার্থনায় দেশ ও জাতির মঙ্গল কামনা