হোম > সারা দেশ > জামালপুর

এসপির নামে ফেসবুক আইডি খুলে প্রবাসীর কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি

ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি

জামালপুরের পুলিশ সুপার (এসপি) নাসির উদ্দিন আহমেদের নাম ও ছবি ব্যবহার করে খোলা একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে এক প্রবাসীর কাছ থেকে চাঁদা দাবির অভিযোগ উঠেছে। ওই ফেসবুক আইডির মেসেঞ্জার থেকে রফিকুল ইসলাম বাবলু নামে এক আমেরিকাপ্রবাসীর কাছ থেকে ৫ লাখ টাকা চাঁদা দাবি করা হয়েছে। এ বিষয়ে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন এসপি।

আজ বুধবার (১৫ মার্চ) দুপুরে জামালপুর সদর থানায় তিনি ডায়েরিটি করেন।

রফিকুল ইসলাম বাবলু ইসলামপুর উপজেলার বেলগাছা ইউনিয়নের কাছিমা গ্রামের আব্দুস ছালামের ছেলে। তিনি সপরিবারে দীর্ঘদিন থেকে আমেরিকায় বসবাস করে আসছেন।

এ বিষয়ে এসপি নাসির উদ্দিন আহমেদ বলেন, ‘কে বা কারা আমার নাম ও ছবি ব্যবহার করে রফিকুল বাবলু নামে আমেরিকার এক প্রবাসীর কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করেছে। টাকা না দিলে ওই প্রবাসীর পরিবারের সদস্যদের জেলে ঢোকানোর হুমকিও দেওয়া হয়েছে। এ নিয়ে রফিকুল বাবলু তাঁর ফেসবুক ওয়ালে একটি পোস্ট দেন। সেই প্রেক্ষিতে একটি জিডি করেছি।’

এদিকে জিডি ছাড়াও বিষয়টি সাইবার ক্রাইম বিভাগেও অভিযোগ দেওয়া হয়েছে বলে জানানা পুলিশ সুপার।

আমেরিকাপ্রবাসী রফিকুল ইসলাম বাবলু বলেন, ‘এসপি নাছির উদ্দিন আহমেদের নাম ও ছবি ব্যবহার করা একটি ফেসবুক আইডির মেসেঞ্জার থেকে আমার ফেসবুক আইডির মেসেঞ্জারে কল দিয়ে ৫ লাখ টাকা চাঁদা দাবি করা হয়েছে। দাবিকৃত টাকা না দিলে বাংলাদেশে থাকা আমার পরিবারের সদস্যদের জেলে ঢোকানোর হুমকি দেওয়া হয়। ইসলামপুর থানা থেকে আমার গ্রামের বাড়িতে পুলিশও গিয়েছিল।’

এ বিষয়ে জানতে চাইলে ইসলামপুর থানার সেকেন্ড অফিসার এসআই মাহমুদুল হাসান মোড়ল বলেন, ‘খোঁজখবর নিতে আমরা আমেরিকা প্রবাসী রফিকুল ইসলাম বাবলুর গ্রামের বাড়িতে গিয়েছিলাম। সেখান থেকে মোবাইলে তাঁর সঙ্গে যোগাযোগ করে ঘটনার বিষয়ে তথ্য নিয়েছি।’

উল্লেখ্য, এর আগেও এসপি নাছির উদ্দিন আহমেদের নামে ভুয়া ফেসবুক আইডি খুলে বিভিন্ন মানুষের কাছে টাকা দাবি করা হয়েছিল। এ নিয়ে ২০২২ সালের ১৪ নভেম্বর এসপি নাছির উদ্দিন আহমেদ জামালপুর সদর থানায় জিডি করেছিলেন।

মনোনয়ন পরিবর্তনের দাবিতে ফের ঢাকা-ময়মনসিংহ রেলপথ অবরোধ

ময়মনসিংহে মাজার ভাঙচুর ও মলমূত্র নিক্ষেপের ঘটনায় মামলা

বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে রেলপথ অবরোধ-আগুন, ট্রেন চলাচল বন্ধ

নেত্রকোনায় দুপক্ষের সংঘর্ষ, নারীসহ আহত ২২

কুয়াশায় যমুনায় আটকা বর-কনেসহ ৪৭ যাত্রীর নৌকা, ১৫ ঘণ্টা পর উদ্ধার

ময়মনসিংহে মাজার ভাঙচুর করে মলমূত্র ছিটিয়ে দিয়েছে দুর্বৃত্তরা

ভারতে পালানোর সময় বেনাপোল সীমান্তে ময়মনসিংহের যুবলীগ নেতা গ্রেপ্তার

ময়মনসিংহে যুবককে পিটিয়ে হত্যার পর মরদেহে আগুন: আরও ৬ আসামি গ্রেপ্তার

বড়দিনের প্রার্থনায় দেশ ও জাতির মঙ্গল কামনা

বিএনপি থেকে বহিষ্কৃত সাবেক এমপি সারোয়ারের জামিন নামঞ্জুর