হোম > সারা দেশ > শেরপুর

এনসিপি নালিতাবাড়ী কমিটি গঠনের দুই দিন পরই স্থগিত

শেরপুর প্রতিনিধি

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। ছবি: ফেসবুক থেকে নেওয়া

শেরপুরের নালিতাবাড়ীতে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সমন্বয় কমিটি গঠনের মাত্র দুই দিন পরই নানা আলোচনা-সমালোচনার মুখে তা স্থগিত করা হয়েছে। আজ শনিবার (২১ জুন) রাতে জেলা এনসিপির যুগ্ম সমন্বয়কারী (দপ্তর) তান্না ইসলাম প্রেরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় আহ্বায়ক নাহিদ ইসলামের নির্দেশে নালিতাবাড়ী উপজেলা শাখার বর্তমান কমিটির কার্যক্রম, নীতি ও আদর্শবিরোধী বিভিন্ন কর্মকাণ্ড এবং সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের অভিযোগের পরিপ্রেক্ষিতে শেরপুর জেলা শাখার সিদ্ধান্ত অনুযায়ী, ওই কমিটি পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত ঘোষণা করা হলো। অন্তর্বর্তী সময়ে উপজেলা পর্যায়ে সাংগঠনিক কার্যক্রম জেলা শাখার সরাসরি তত্ত্বাবধানে পরিচালিত হবে। সকল জেলা ও উপজেলা পর্যায়ের নেতা-কর্মীদের এ সিদ্ধান্ত মেনে চলার নির্দেশ দেওয়া হয়েছে।’

এর আগে ১৯ জুন রাতে এনসিপির কেন্দ্রীয় সদস্যসচিব আখতার হোসেন ও উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম স্বাক্ষরিত ৩১ সদস্যের নালিতাবাড়ী উপজেলা সমন্বয় কমিটি প্রকাশ করা হয়। এতে জুবায়ের আহমেদকে প্রধান সমন্বয়ক এবং রাশেদুল হাসান লিখন, মমিনুল ইসলাম, মেরিনা আশা, জাহিদুল ইসলাম, আ. র. ম. বাকী বিল্লাহ, আবীর দেবনাথ দীপু, মেহেদী ফয়সাল সোহাগ, মাসুদ রানা, মেহেদী হাসান রুবেল ও মো. রেজাউল কিবরিয়া খান পনিরকে যুগ্ম সমন্বয়কারী করা হয়। এ ছাড়া সদস্য হিসেবে রাখা হয় হাফিজুর রহমান সাদিক, সঞ্জয় রায়, প্রকৌশলী আলমগীর কবির, সামিয়া সুলতানা শারমিনসহ কয়েকজনকে।

তবে ওই কমিটিতে পদ পাওয়া শিক্ষানবিশ আইনজীবী সামিয়া সুলতানা শারমিন তাঁর এক ফেসবুক পোস্টে জানান, তিনি কোনো রাজনৈতিক দলের সঙ্গে জড়িত নন। এই কমিটিতেও তিনি কোনোভাবেই যুক্ত ছিলেন না। এমনকি কমিটিতে নাম দেওয়ার আগে তাঁকে জানানো হয়নি। তিনি তাঁর ব্যক্তিগত ফেসবুক আইডিতে লেখেন, ‘আমি সামাজিক যোগাযোগমাধ্যমে দেখিতে পারিলাম যে সম্প্রতি জাতীয় নাগরিক পার্টি এনসিপির সমন্বয়কের সদস্য হিসেবে আমার নাম রয়েছে। আমি কোনো রাজনৈতিক দলের সঙ্গে জড়িত নই এবং আমি এই কমিটির সঙ্গেও কোনোভাবে জড়িত নই। কে বা কারা আমার নাম এই কমিটিতে দিয়েছে, জানি না। আমি এ বিষয়ে কোনোভাবেই জড়িত ছিলাম না। আমি এর তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাই। প্রয়োজনে এ বিষয়ে আইনের আশ্রয় নেব।’

এ বিষয়ে জানতে চাইলে সামিয়া সুলতানা শারমিন বলেন, ‘আমি এ বিষয়ে কিছুই জানতাম না। তারা কোথা থেকে আমার নাম দিল? আমার অনুমতি ছাড়া আমার নাম, মোবাইল নম্বর ব্যবহার করেছে। আমি একজন শিক্ষানবিশ আইনজীবী। আমাকে যারা এই বিব্রতকর পরিস্থিতিতে ফেলেছে। আমি তাদের শাস্তি চাই।’

ছবি: সংগৃহীত

এদিকে কমিটিতে উপজেলার গুজাকুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত সহকারী শিক্ষক জুবায়ের আহমেদকে প্রধান সমন্বয়কারী, শহর যুবলীগের ক্রীড়া সম্পাদক রকিবুল হাসান রকিকে সদস্যসহ আওয়ামী লীগের একাধিক কর্মীকে স্থান দেওয়ায় সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক বিতর্ক সৃষ্টি হয়েছে। বিভিন্ন সময়ে আওয়ামী লীগ নেতাদের সঙ্গে ওই সদস্যদের তোলা ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেও অনেকে ক্ষোভ প্রকাশ করেছেন। এসব আলোচনা-সমালোচনার মুখে শনিবার রাতে জেলা এনসিপি কমিটির কার্যক্রম স্থগিত করে।

এ বিষয়ে জেলা এনসিপির প্রধান সমন্বয়কারী প্রকৌশলী মো. লিখন মিয়া বলেন, ‘বেশ কিছু অভিযোগের পরিপ্রেক্ষিতে নালিতাবাড়ী শাখার কমিটি স্থগিত করেছে কেন্দ্রীয় কমিটি। এখন থেকে দলের নালিতাবাড়ী শাখার কার্যক্রম শেরপুর জেলা শাখার তত্ত্বাবধানে পরিচালিত হবে। পরবর্তী সময়ে পরিচ্ছন্ন ভাবমূর্তিসম্পন্ন তরুণদের নিয়ে উপজেলা কমিটি গঠন করা হবে।’

ময়মনসিংহ বিভাগ: অবৈধভাবে চলছে ৪৫৯ ইটভাটা

ময়মনসিংহে সদস্যপদ স্থগিত জামায়াত নেতার মনোনয়নপত্র দাখিল

ত্রিশালের এমপি হতে চান ভিক্ষুক আবুল মুনসুর, জমা দিলেন মনোনয়নপত্র

গফরগাঁওয়ে ট্রেন লাইনচ্যুত: গতি কম থাকায় রক্ষা পেয়েছেন যাত্রীরা

ভালুকায় শ্রমিকবাহী বাস উল্টে এক শ্রমিক নিহত, আহত ২০

রেললাইন খুলে ফেলেছে দুর্বৃত্তরা, ট্রেন লাইনচ্যুত হয়ে ঢাকা-ময়মনসিংহ রেল যোগাযোগ বন্ধ

বিএনপি থেকে পদত্যাগ করলেন সাবেক এমপি শাহিন, স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা

মনোনয়ন পরিবর্তনের দাবিতে ফের ঢাকা-ময়মনসিংহ রেলপথ অবরোধ

ময়মনসিংহে মাজার ভাঙচুর ও মলমূত্র নিক্ষেপের ঘটনায় মামলা

বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে রেলপথ অবরোধ-আগুন, ট্রেন চলাচল বন্ধ