হোম > সারা দেশ > শেরপুর

স্কুলছাত্রীকে অপহরণের অভিযোগে এসএসসি পরীক্ষার্থী ও তাঁর মা-বাবা গ্রেপ্তার

নকলা (শেরপুর) প্রতিনিধি

শেরপুরের নকলায় এক স্কুলছাত্রীকে অপহরণের অভিযোগে পারভেজ মিয়া (২০) নামের এক এসএসসি পরীক্ষার্থী ও তাঁর মা-বাবাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার বিকেলে গাজীপুরের চৌরাস্তা এলাকায় অভিযান চালিয়ে পুলিশ অপহৃত শিক্ষার্থীকে উদ্ধার ও তাঁদের গ্রেপ্তার করে। 

দুই পরিবারের দেওয়া তথ্য মতে, পারভেজ ময়মনসিংহের ফুলপুর উপজেলার চানঁপুর এলাকায় নানাবাড়িতে থাকত। এ বছর সে একই উপজেলার ভাইটকান্দি উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষা দিচ্ছিল। আর মেয়েটি স্থানীয় একটি মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণীর শিক্ষার্থী। 

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, পারভেজ এবং ওই শিক্ষার্থী একই মহল্লার পাশাপাশি বাড়ির বাসিন্দা। সেই সুবাধে পারভেজের সঙ্গে ওই মেয়েটির প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এরপর গত ১০ মে রাতে পারভেজের সঙ্গে এই মেয়ে বাড়ি থেকে পালিয়ে যায়। এ ঘটনায় মেয়েটির বাবা পারভেজ ও তাঁর মা-বাবার বিরুদ্ধে নকলা থানায় অপহরণ মামলা করেন। 

পরে পুলিশ ১৫ মে সোমবার বিকেলে গাজীপুরের চৌরাস্তা এলাকার পারভেজের বাবার ভাড়া বাসায় অভিযান চালিয়ে শিক্ষার্থীকে উদ্ধার করে। গ্রেপ্তার করা হয় পারভেজ ও তাঁর মা-বাবাকে। 

পারভেজের বাবা মঞ্জু মিয়া বলেন, ‘আমার ছেলে কাউকে অপহরণ করেনি। প্রেমের টানে আমার ছেলেকে নিয়ে ওই শিক্ষার্থী বাড়ি থেকে পালিয়েছিল।’ 

মামলার তদন্ত কর্মকর্তা নকলা থানার সহকারী পরিদর্শক (এসআই) সাদ্দাম হোসেন বলেন, মেয়ের বাবার লিখিত অভিযোগের প্রেক্ষিতে গাজীপুরের চৌরাস্তা এলাকায় অভিযান চালিয়ে মেয়েটিকে উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তার করা হয়েছে পারভেজসহ তাঁর মা-বাবাকে। মেয়েটির ডাক্তারী পরীক্ষা সম্পন্ন হয়েছে। পারভেজ ও তাঁর মা-বাবাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

ময়মনসিংহে ৫ পুলিশকে কুপিয়ে-পিটিয়ে আসামি ছিনতাই, আটক ১

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় গফরগাঁওয়ের প্রবাসী যুবক নিহত

নান্দাইলে গাছের নিচে চাপা পড়ে শিশুর মৃত্যু

ময়মনসিংহে দিপু চন্দ্র হত্যা: লাশ পোড়ানোর নির্দেশদাতা গ্রেপ্তার

ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী কিশোর নিহত

ত্রিশালে এমপি হতে চাওয়া সেই ভিক্ষুকের মনোনয়ন বাতিল

ময়মনসিংহে বিএনপির লিটনসহ আরও ১১ প্রার্থীর মনোনয়ন বাতিল

রাতের খাবার খেতে গিয়ে স্থানীয়দের হামলার শিকার বাকৃবির ৫ শিক্ষার্থী

মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরণ, অটোচালকসহ দগ্ধ ৩

দীপু দাস হত্যা: নিথর দেহ গাছে ঝোলানোর ‘মূল হোতা’ গ্রেপ্তার