হোম > সারা দেশ > শেরপুর

বন্যায় ভেসে যাওয়া ২ ভাইয়ের লাশ মিলল ধানখেতে

নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি

শেরপুরের নালিতাবাড়ীতে পানির স্রোতে ভেসে গিয়ে নিখোঁজ হওয়া দুই ভাইয়ের লাশ ধানখেত থেকে উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার রাতে উপজেলার নন্নী ইউনিয়নের কুতুবাকুড়া গ্রামে এ ঘটনা ঘটে। 

নিহত সহোদরেরা হলেন নন্নী ইউনিয়নের অভয়পুর গ্রামের বাছির উদ্দিনের ছেলে হাতেম আলী (৩০) ও আলমগীর (১৬)। গত শুক্রবার বিকেলে তাঁরা চেল্লাখালী নদীর বাঁধ ভেঙে লোকালয়ে প্রবেশ করা পানির স্রোতে ভেসে নিখোঁজ হন। 

দুই ভাইয়ের লাশ উদ্ধারের বিষয় আজকের পত্রিকাকে নিশ্চিত করেন নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছানোয়ার হোসেন। তিনি বলেন, ‘পুলিশ গিয়ে ধানখেত থেকে লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেছে।’ 

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে উপজেলার চেল্লাখালী ও ভোগাই নদীর বিভিন্ন অংশে বাঁধ ভেঙে যায় এবং নদীর বিভিন্ন স্থানে নদীর পাড় উপচে লোকালয়ে পানি প্রবেশ করে। শুক্রবার বিকেলে পানির স্রোত থেকে বাঁচতে নিরাপদ আশ্রয়ে যাওয়ার সময় ভেসে গিয়ে নিখোঁজ হন নন্নী ইউনিয়নের অভয়পুর গ্রামের সহোদর ভাই হাতেম ও আলমগীর। 

গতকাল শনিবার বিকেলে পানি কিছুটা কমে আসায় সন্ধ্যার দিকে পার্শ্ববর্তী কুতুবাকুড়া গ্রামের ধানখেতে দুই সহোদরের লাশ দেখতে পান এলাকাবাসী। পরে খবর পেয়ে ওই দিন রাতে পুলিশ লাশ উদ্ধার করে। 

এদিকে গত শুক্রবার বন্যার পানিতে ডুবে মৃত্যু হয় নালিতাবাড়ী উপজেলার বাঘবেড় বালুরচর গ্রামের মানিক মিয়ার স্ত্রী ওমিজা বেগমের (৪৫)। একই দিন সন্ধ্যায় খলিসাকুড়া গ্রামে বন্যার পানিতে ডুবে মারা যান বৃদ্ধ ইদ্রিস আলী (৮০)। নিখোঁজ রয়েছেন আরও একজন।

ভালুকায় অটোরিকশার ধাক্কায় কৃষক নিহত

ময়মনসিংহে ল্যাম্পপোস্ট চুরি করতে গিয়ে দুই যুবকের মৃত্যু

প্রজাতন্ত্রের কর্মকর্তা-কর্মচারীরা গণভোটের পক্ষে কাজ করতে পারবেন: আলী রীয়াজ

সড়কের পাশে ছুড়ে ফেলা কার্টন থেকে নবজাতকের মরদেহ উদ্ধার

শেরপুরে বাবার হাতে শিশুকন্যা নিহত, আরেক সন্তান আহত

পৌর ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে জামালপুরে রেলপথ অবরোধ

ছেলেকে বিদেশে পাঠাতে সর্বস্ব হারিয়ে পথে পথে চা বিক্রি করছেন মা

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের শিশু ওয়ার্ডে আগুন, হুড়োহুড়িতে বেশ কয়েকজন আহত

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে লাগা আগুন নিয়ন্ত্রণে, রোগী ও স্বজনদের স্বস্তি

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আগুন, রোগীদের সরিয়ে নেওয়া হচ্ছে