হোম > সারা দেশ > শেরপুর

বন্যায় ভেসে যাওয়া ২ ভাইয়ের লাশ মিলল ধানখেতে

নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি

শেরপুরের নালিতাবাড়ীতে পানির স্রোতে ভেসে গিয়ে নিখোঁজ হওয়া দুই ভাইয়ের লাশ ধানখেত থেকে উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার রাতে উপজেলার নন্নী ইউনিয়নের কুতুবাকুড়া গ্রামে এ ঘটনা ঘটে। 

নিহত সহোদরেরা হলেন নন্নী ইউনিয়নের অভয়পুর গ্রামের বাছির উদ্দিনের ছেলে হাতেম আলী (৩০) ও আলমগীর (১৬)। গত শুক্রবার বিকেলে তাঁরা চেল্লাখালী নদীর বাঁধ ভেঙে লোকালয়ে প্রবেশ করা পানির স্রোতে ভেসে নিখোঁজ হন। 

দুই ভাইয়ের লাশ উদ্ধারের বিষয় আজকের পত্রিকাকে নিশ্চিত করেন নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছানোয়ার হোসেন। তিনি বলেন, ‘পুলিশ গিয়ে ধানখেত থেকে লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেছে।’ 

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে উপজেলার চেল্লাখালী ও ভোগাই নদীর বিভিন্ন অংশে বাঁধ ভেঙে যায় এবং নদীর বিভিন্ন স্থানে নদীর পাড় উপচে লোকালয়ে পানি প্রবেশ করে। শুক্রবার বিকেলে পানির স্রোত থেকে বাঁচতে নিরাপদ আশ্রয়ে যাওয়ার সময় ভেসে গিয়ে নিখোঁজ হন নন্নী ইউনিয়নের অভয়পুর গ্রামের সহোদর ভাই হাতেম ও আলমগীর। 

গতকাল শনিবার বিকেলে পানি কিছুটা কমে আসায় সন্ধ্যার দিকে পার্শ্ববর্তী কুতুবাকুড়া গ্রামের ধানখেতে দুই সহোদরের লাশ দেখতে পান এলাকাবাসী। পরে খবর পেয়ে ওই দিন রাতে পুলিশ লাশ উদ্ধার করে। 

এদিকে গত শুক্রবার বন্যার পানিতে ডুবে মৃত্যু হয় নালিতাবাড়ী উপজেলার বাঘবেড় বালুরচর গ্রামের মানিক মিয়ার স্ত্রী ওমিজা বেগমের (৪৫)। একই দিন সন্ধ্যায় খলিসাকুড়া গ্রামে বন্যার পানিতে ডুবে মারা যান বৃদ্ধ ইদ্রিস আলী (৮০)। নিখোঁজ রয়েছেন আরও একজন।

নান্দাইলে গাছের নিচে চাপা পড়ে শিশুর মৃত্যু

ময়মনসিংহে দিপু চন্দ্র হত্যা: লাশ পোড়ানোর নির্দেশদাতা গ্রেপ্তার

ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী কিশোর নিহত

ত্রিশালে এমপি হতে চাওয়া সেই ভিক্ষুকের মনোনয়ন বাতিল

ময়মনসিংহে বিএনপির লিটনসহ আরও ১১ প্রার্থীর মনোনয়ন বাতিল

রাতের খাবার খেতে গিয়ে স্থানীয়দের হামলার শিকার বাকৃবির ৫ শিক্ষার্থী

মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরণ, অটোচালকসহ দগ্ধ ৩

দীপু দাস হত্যা: নিথর দেহ গাছে ঝোলানোর ‘মূল হোতা’ গ্রেপ্তার

গফরগাঁওয়ে মনোনয়ন দ্বন্দ্বে নাশকতা, তিন শতাধিক আসামি করে দুই মামলা

ভালুকায় সহকর্মীর গুলিতে আনসার সদস্য নিহত, অভিযুক্ত গ্রেপ্তার