হোম > সারা দেশ > শেরপুর

ঝিনাইগাতী সীমান্ত থেকে এক বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ

শেরপুর প্রতিনিধি

শেরপুরের ঝিনাইগাতী উপজেলার সীমান্ত থেকে মো. জয়নাল আবেদীন (৫০) নামে এক কৃষককে ধরে নিয়ে গেছেন ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সদস্যরা। এ ঘটনায় ১৬ ফেব্রুয়ারি বুধবার বিকেলে বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

জয়নাল আবেদীন পার্শ্ববর্তী শ্রীবরদী উপজেলার সিঙ্গাবরুনা ইউনিয়নের খাড়ামোড়া গ্রামের মৃত শাহ আলীর ছেলে। 

এর আগে গত মঙ্গলবার বিকেলে উপজেলার কাংশা ইউনিয়নের তাওয়াকুচা এলাকার ভারত-বাংলাদেশ ১১০০ সীমান্ত পিলারের কাছ থেকে ভারতের বেলাবর বিএসএফ ক্যাম্পের টহল দলের সদস্যরা জয়নালকে ধরে নিয়ে যান।

জয়নাল আবেদীনের পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার বিকেলে ঝিনাইগাতী উপজেলার সীমান্তবর্তী তাওয়াকুচা এলাকায় গরুর জন্য ঘাস কাটতে যান জয়নাল আবেদীন। সন্ধ্যায় তাঁরা জানতে পারেন, বিএসএফের সদস্যরা তাঁকে ধরে নিয়ে গেছেন। পরিবারের পক্ষ থেকে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) সদস্যদের বিষয়টি জানানো হলে বুধবার বিকেলে এ নিয়ে উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। 

পতাকা বৈঠকে বেলাবর বিএসএফ ক্যাম্পের সদস্যরা জানান, অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের অভিযোগে জয়নালকে আটক করে তুরা জেলার ডালু থানায় সোপর্দ করা হয়েছে। 

ঝিনাইগাতী উপজেলার নকশী বিজিবি সীমান্ত ফাঁড়ির কোম্পানি কমান্ডার সুবেদার মো. আব্দুল হাই ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, জয়নাল আবেদীনকে ভারতের সংশ্লিষ্ট থানায় রাখা হয়েছে বলে পতাকা বৈঠকে জানিয়েছে বিএসএফ। তাঁকে দেশে ফেরত আনার বিষয়ে পদক্ষেপ নেওয়া হবে। 

এ ব্যাপারে ময়মনসিংহ বিজিবির সহকারী পরিচালক মো. নাসির উদ্দিন চৌধুরী আজ বৃহস্পতিবার দুপুরে বলেন, ওই যুবককে আইন অনুযায়ী দেশে ফেরত আনার চেষ্টা চলছে। 

গফরগাঁওয়ে মনোনয়ন দ্বন্দ্বে নাশকতা, সোয়া ৩০০ জনকে আসামি করে দুই মামলা

ভালুকায় সহকর্মীর গুলিতে আনসার সদস্য নিহত, অভিযুক্ত গ্রেপ্তার

ময়মনসিংহ বিভাগ: অবৈধভাবে চলছে ৪৫৯ ইটভাটা

ময়মনসিংহে সদস্যপদ স্থগিত জামায়াত নেতার মনোনয়নপত্র দাখিল

ত্রিশালের এমপি হতে চান ভিক্ষুক আবুল মুনসুর, জমা দিলেন মনোনয়নপত্র

গফরগাঁওয়ে ট্রেন লাইনচ্যুত: গতি কম থাকায় রক্ষা পেয়েছেন যাত্রীরা

ভালুকায় শ্রমিকবাহী বাস উল্টে এক শ্রমিক নিহত, আহত ২০

রেললাইন খুলে ফেলেছে দুর্বৃত্তরা, ট্রেন লাইনচ্যুত হয়ে ঢাকা-ময়মনসিংহ রেল যোগাযোগ বন্ধ

বিএনপি থেকে পদত্যাগ করলেন সাবেক এমপি শাহিন, স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা

মনোনয়ন পরিবর্তনের দাবিতে ফের ঢাকা-ময়মনসিংহ রেলপথ অবরোধ