হোম > সারা দেশ > শেরপুর

ঝিনাইগাতী সীমান্ত থেকে এক বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ

শেরপুর প্রতিনিধি

শেরপুরের ঝিনাইগাতী উপজেলার সীমান্ত থেকে মো. জয়নাল আবেদীন (৫০) নামে এক কৃষককে ধরে নিয়ে গেছেন ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সদস্যরা। এ ঘটনায় ১৬ ফেব্রুয়ারি বুধবার বিকেলে বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

জয়নাল আবেদীন পার্শ্ববর্তী শ্রীবরদী উপজেলার সিঙ্গাবরুনা ইউনিয়নের খাড়ামোড়া গ্রামের মৃত শাহ আলীর ছেলে। 

এর আগে গত মঙ্গলবার বিকেলে উপজেলার কাংশা ইউনিয়নের তাওয়াকুচা এলাকার ভারত-বাংলাদেশ ১১০০ সীমান্ত পিলারের কাছ থেকে ভারতের বেলাবর বিএসএফ ক্যাম্পের টহল দলের সদস্যরা জয়নালকে ধরে নিয়ে যান।

জয়নাল আবেদীনের পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার বিকেলে ঝিনাইগাতী উপজেলার সীমান্তবর্তী তাওয়াকুচা এলাকায় গরুর জন্য ঘাস কাটতে যান জয়নাল আবেদীন। সন্ধ্যায় তাঁরা জানতে পারেন, বিএসএফের সদস্যরা তাঁকে ধরে নিয়ে গেছেন। পরিবারের পক্ষ থেকে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) সদস্যদের বিষয়টি জানানো হলে বুধবার বিকেলে এ নিয়ে উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। 

পতাকা বৈঠকে বেলাবর বিএসএফ ক্যাম্পের সদস্যরা জানান, অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের অভিযোগে জয়নালকে আটক করে তুরা জেলার ডালু থানায় সোপর্দ করা হয়েছে। 

ঝিনাইগাতী উপজেলার নকশী বিজিবি সীমান্ত ফাঁড়ির কোম্পানি কমান্ডার সুবেদার মো. আব্দুল হাই ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, জয়নাল আবেদীনকে ভারতের সংশ্লিষ্ট থানায় রাখা হয়েছে বলে পতাকা বৈঠকে জানিয়েছে বিএসএফ। তাঁকে দেশে ফেরত আনার বিষয়ে পদক্ষেপ নেওয়া হবে। 

এ ব্যাপারে ময়মনসিংহ বিজিবির সহকারী পরিচালক মো. নাসির উদ্দিন চৌধুরী আজ বৃহস্পতিবার দুপুরে বলেন, ওই যুবককে আইন অনুযায়ী দেশে ফেরত আনার চেষ্টা চলছে। 

ময়মনসিংহে ৫ পুলিশকে কুপিয়ে-পিটিয়ে আসামি ছিনতাই, আটক ১

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় গফরগাঁওয়ের প্রবাসী যুবক নিহত

নান্দাইলে গাছের নিচে চাপা পড়ে শিশুর মৃত্যু

ময়মনসিংহে দিপু চন্দ্র হত্যা: লাশ পোড়ানোর নির্দেশদাতা গ্রেপ্তার

ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী কিশোর নিহত

ত্রিশালে এমপি হতে চাওয়া সেই ভিক্ষুকের মনোনয়ন বাতিল

ময়মনসিংহে বিএনপির লিটনসহ আরও ১১ প্রার্থীর মনোনয়ন বাতিল

রাতের খাবার খেতে গিয়ে স্থানীয়দের হামলার শিকার বাকৃবির ৫ শিক্ষার্থী

মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরণ, অটোচালকসহ দগ্ধ ৩

দীপু দাস হত্যা: নিথর দেহ গাছে ঝোলানোর ‘মূল হোতা’ গ্রেপ্তার