বিদেশিরা আগে বাংলাদেশিদের মিসকিন বলত, এখন পরিচয় দিলে স্যালুট জানায় বলে মন্তব্য করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সাংগঠনিক সম্পাদক ও সংসদ সদস্য মির্জা আজম।
আজ রোববার দুপুরে জামালপুরের মাদারগঞ্জের জোড়খালী ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত ৫ নম্বর জাহানারা উচ্চবিদ্যালয় মাঠে বিশেষ বর্ধিত সভায় এ কথা বলেন তিনি।
এ সময় মির্জা আজম বলেন, ‘২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে আমেরিকার মতো একটি উন্নত দেশে রূপান্তর করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমেরিকা একটি স্বপ্নের দেশ। আমেরিকা যাওয়ার স্বপ্ন দেখি আমরা। একসময় মানুষ বাংলাদেশে আসার স্বপ্ন দেখবে।’
আজম আরও বলেন, ‘বিদেশিরা আগে বাংলাদেশিদের মিসকিন বলত, এখন পরিচয় দিলে স্যালুট জানায়। শেখ হাসিনার জন্য আন্তর্জাতিকভাবে দেশের মানুষ সম্মান পেয়েছে।’
জোড়খালী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মাহফুজুল ইসলাম মাফুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাইফুল ইসলামের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য দেন জামালপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবু বিজন কুমার চন্দ, জেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আলহাজ দৌলতজামান দুলাল, জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল আমিন চাঁন, সাবেক সদস্য ও মাদারগঞ্জ পৌর মেয়র মির্জা গোলাম কিবরিয়া কবির প্রমুখ।