হোম > সারা দেশ > শেরপুর

নালিতাবাড়ীতে পৃথক অভিযানে গ্রেপ্তার ১১

নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি 

পৃথক অভিযানে গ্রেপ্তার ব্যক্তিরা। ছবি: আজকের পত্রিকা

শেরপুরের নালিতাবাড়ীতে পৃথক অভিযানে ১১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ জানায়, তাঁরা জুয়াড়ি ও মাদক কারবারি।

গতকাল বুধবার রাতে উপজেলার তারানি এলাকা থেকে জুয়া খেলার সময় ৯ জন ও পৌর শহরের নালিতাবাড়ী বাজার এলাকা থেকে মাদকসহ দুজনকে গ্রেপ্তার করা হয়।

জুয়া খেলার সময় গ্রেপ্তার ব্যক্তিরা হলেন উপজেলার কালাকুমা এলাকার আকরাম হোসেন (২৫), আফজাল হোসেন (২৭), হুমায়ুন (৩২), তোফাজ্জল হোসেন (৩৪), তারানি এলাকার মামুন মিয়া (২৬), নুরুল হক (৩২), শাহ আলম (৩৮), শহিদুল ইসলাম (৩৫) ও সাইম মিয়া (২১)।

এদিকে মাদকসহ গ্রেপ্তার ব্যক্তিরা হলেন পৌর শহরের আড়াইআনী এলাকার সাবির হোসেন শান্ত (২৪) ও ফজলুল হকের ছেলে রবিউল হাসান (২৪)।

পুলিশ জানায়, গতকাল রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়। এ সময় তারানি এলাকায় একটি বসতঘর থেকে জুয়া খেলার সময় ৯ জনকে গ্রেপ্তার করা হয়। একই রাতে পৌর শহরের আড়াইআনী বাজার এলাকায় অভিযান চালিয়ে ১৫০টি ইয়াবাসহ দুজনকে আটক করা হয়।

নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা জানান, আজ বৃহস্পতিবার দুপুরে আদালতের মাধ্যমে তাঁদের কারাগারে পাঠানো হয়েছে।

ত্রিশালে এমপি হতে চাওয়া সেই ভিক্ষুকের মনোনয়ন বাতিল

ময়মনসিংহে বিএনপির লিটনসহ আরও ১১ প্রার্থীর মনোনয়ন বাতিল

রাতের খাবার খেতে গিয়ে স্থানীয়দের হামলার শিকার বাকৃবির ৫ শিক্ষার্থী

মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরণ, অটোচালকসহ দগ্ধ ৩

দীপু দাস হত্যা: নিথর দেহ গাছে ঝোলানোর ‘মূল হোতা’ গ্রেপ্তার

গফরগাঁওয়ে মনোনয়ন দ্বন্দ্বে নাশকতা, তিন শতাধিক আসামি করে দুই মামলা

ভালুকায় সহকর্মীর গুলিতে আনসার সদস্য নিহত, অভিযুক্ত গ্রেপ্তার

ময়মনসিংহ বিভাগ: অবৈধভাবে চলছে ৪৫৯ ইটভাটা

ময়মনসিংহে সদস্যপদ স্থগিত জামায়াত নেতার মনোনয়নপত্র দাখিল

ত্রিশালের এমপি হতে চান ভিক্ষুক আবুল মুনসুর, জমা দিলেন মনোনয়নপত্র