হোম > সারা দেশ > জামালপুর

সাংবাদিক নাদিম হত্যা: সিসিটিভি ফুটেজ দেখে ছয়জন আটক

জামালপুর প্রতিনিধি

জামালপুরে নিহত সাংবাদিক গোলাম রব্বানী নাদিমের ওপর হামলাকারীদের সিসিটিভির ফুটেজ দেখে শনাক্ত করা হয়েছে। গত দুই দিনে হামলায় জড়িত ছয়জনকে আটক করা হয়েছে। বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা আজ শুক্রবার এ তথ্য জানিয়েছেন। 

ওসি আরও বলেন, ঘটনার মূল হোতা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মাহমুদুল আলম বাবু পলাতক রয়েছেন। তাঁকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। তবে নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় এখনো অভিযোগ দেওয়া হয়নি।

গত বুধবার রাতে পেশাগত দায়িত্ব পালন শেষে বাড়ি ফিরছিলেন গোলাম রব্বানী নাদিম। পথে উপজেলার পাটহাট এলাকায় তাঁর ওপর হামলা চালায় সন্ত্রাসীরা। স্থানীয় লোকজন গুরুতর অবস্থায় তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে রাত ১২টার দিকে তাঁকে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরদিন বৃহস্পতিবার সকালে তাঁকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে দুপুরে সেখানেই তাঁর মৃত্যু হয়।

এদিকে আজ জানাজা শেষে উপজেলার নিলক্ষীয়া ইউনিয়নের গোমেরপাড়া পারিবারিক কবরস্থানে নাদিমের মরদেহ দাফন করা হয়।

বদলি নিয়ে ফেসবুকে ক্ষোভ প্রকাশ শিক্ষকনেতার

ঘুষ নেওয়ার ভিডিও ফাঁস, উপসহকারী প্রকৌশলীকে বদলি

জামালপুর-২: বিএনপির দলীয় প্রার্থীর পাশে নেই মনোনয়নবঞ্চিতরা

ময়মনসিংহের ১১ আসন: বিএনপির দ্বন্দ্বে সুবিধায় জামায়াত

বাকৃবিতে শুরু দুই দিনব্যাপী বিএসপিএসটির জাতীয় সম্মেলন

উন্নয়ন প্রশ্নে সবাইকে ঐক্যবদ্ধভাবে ধানের শীষের পক্ষে কাজ করার আহ্বান

বন্ধুকে খুন করে রক্তমাখা কুড়াল হাতে থানায় হাজির যুবক

বাকৃবিতে ছাত্রদলের আহ্বায়ক কমিটি ঘোষণা

পুলিশ বক্সের সামনে যুবদল কর্মীকে ছুরিকাঘাত, হাসপাতালে মৃত্যু

শেরপুরে টিসিবির ২৪৮ বস্তা চাল জব্দ, ডিলার আটক