জামালপুরের ইসলামপুর উপজেলায় বড় ভাইয়ের মৃত্যু খবরে ছোট বোনের মৃত্যুর ঘটনা ঘটেছে। আজ সোমবার বেলা সাড়ে ১২টার দিকে উপজেলার গোয়ালেরচর ইউনিয়নের সভারচর গায়েনপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় ও মৃতের পরিবার সূত্রে জানা যায়, সোমবার বেলা সাড়ে ১১টায় হৃদ্রোগে আক্রান্ত হয়ে সভারচর গায়েনপাড়া গ্রামের মৃত আব্দুল জলিলের ছেলে শহিজল মিয়া (৫০) মারা যান। মৃত্যুর ওই খবর দেওয়া হয় ঢাকায় বসবাসরত শহিজল মিয়ার ছোট বোন রাজিয়া বেগমের (৪০) কাছে। ভাইয়ের মৃত্যুর খবরে শুনে হৃদ্রোগে আক্রান্ত হন তিনি। তাৎক্ষণিকভাবে স্বজনেরা স্থানীয় একটি হাসপাতালে নেওয়ার পথেই তিনি মারা যান। শহিজল মিয়ার তিন মেয়ে এবং এক ছেলের রয়েছে। রাবিয়া বেগমের চার ছেলে এবং এক মেয়ে। রাবিয়া বেগমের শ্বশুর বাড়ি পার্শ্ববর্তী তিলাতপুর গ্রামে। তাঁর স্বামীর নাম খসরু মিয়া। স্বামী খসরু মিয়া জীবিকার তাগিদে স্ত্রী রাবিয়া বেগমকে নিয়ে ঢাকার মাদারটেক এলাকায় বসবাস করে আসছিলেন।
গোয়ালেরচর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রহিম দালাল বলেন, ওই দুই ভাই-বোনের মধ্যে অত্যন্ত ভালো সম্পর্ক ছিল। বড় ভাইয়ের মৃত্যুর খবরের শোক সইতে না পেরে ছোট বোনও মারা গেছেন।
গোয়ালেরচর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আব্দুর রহিম বাদশা বলেন, ভাইয়ের মৃত্যুর খবর শুনে বোনের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।