হোম > সারা দেশ > জামালপুর

‘ঊর্ধ্বতন কর্মকর্তাকে তদন্তকাজে অসহযোগিতার দায়ে’ ওসি প্রত্যাহার

ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি

ঊর্ধ্বতন কর্মকর্তাকে তদন্তকাজে অসহযোগিতার অভিযোগে জামালপুরের ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মাদ মাজেদুর রহমানকে প্রত্যাহার করা হয়েছে। গতকাল বুধবার তাঁকে জামালপুর জেলা পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে।

জামালপুর পুলিশ সুপার (এসপি) মো. কামরুজ্জামানের কার্যালয় থেকে জারি করা এক পরিপত্রে বিষয়টি জানানো হয়েছে। তবে পরিপত্রে ওসি মুহাম্মদ মাজেদুর রহমানকে প্রশাসনিক কারণে প্রত্যাহার করা হয়েছে বলে উল্লেখ করা হয়। মুহাম্মদ মাজেদুর রহমান ২০২১ সালের ১১ এপ্রিল ইসলামপুর থানায় ওসি হিসেবে যোগদান করেন।

পরিপত্রে উল্লেখ করা হয়, প্রশাসনিক কারণে ইসলামপুর থানার ওসি মুহাম্মাদ মাজেদুর রহমানকে জামালপুর পুলিশ লাইনসে সংযুক্ত করা হলো। এ ছাড়া একই সঙ্গে ইসলামপুর থানার ওসি (তদন্ত) মো. আনছার উদ্দিনকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তাঁর নিজ দায়িত্বের অতিরিক্ত দায়িত্ব হিসেবে ওসির দায়িত্ব পালন করতে নির্দেশ দেওয়া হয়েছে।

নাম প্রকাশ না করার শর্তে ইসলামপুর থানা-পুলিশের একাধিক সদস্য জানান, গতকাল বুধবার সকালে ময়মনসিংহ রেঞ্জ কার্যালয়ের এসপি (অপারেশন) খোন্দকার নজমুল হাসান পুলিশের বিরুদ্ধে একটি অভিযোগ তদন্তে ইসলামপুর থানায় আসেন। তিনি দুপুর ১২টা পর্যন্ত থানায় অবস্থান করেন। এরই মধ্যে ওসি মুহাম্মদ মাজেদুর রহমানের বিরুদ্ধে তদন্তকাজে অসহযোগিতার অভিযোগে তুলে তিনি বিভিন্ন জায়গায় ফোন করেন। খোন্দকার নজমুল হাসান ইসলামপুর থানা ছাড়ার কিছুক্ষণ পরই ওসি মুহাম্মদ মাজেদুর রহমানকে পুলিশ লাইনসে সংযুক্ত করার আদেশ থানায় পৌঁছায়।

এ বিষয়ে জানতে চাইলে ময়মনসিংহ রেঞ্জ কার্যালয়ের এসপি (অপারেশন) খোন্দকার নজমুল হাসান আজকের পত্রিকাকে বলেন, ‘আমি ইসলামপুর থানায় গিয়েছিলাম একটি ইনকোয়ারি করতে। ওসিকে পুলিশ লাইনসে সংযুক্ত করার বিষয়টি আমার ইনকোয়ারির সঙ্গে সম্পৃক্ত নয়।’

ওসির অতিরিক্ত দায়িত্বে থাকা ইসলামপুর থানার পরিদর্শক (তদন্ত) মো. আনছার উদ্দিন বলেন, ‘ওসি স্যার আমাকে দায়িত্ব বুঝিয়ে দিয়েছেন। ইতিমধ্যে আমি ওসি হিসেবে অতিরিক্ত দায়িত্ব পালন করছি।’

গত ১৫ আগস্ট জাতীয় শোক দিবসের আলোচনা সভায় আওয়ামী লীগকে আবারও সরকারে দেখতে চেয়ে মাইকে ঘোষণা দেন জামালপুরের দেওয়ানগঞ্জ মডেল থানার ওসি শ্যামল চন্দ্র ধর। এ নিয়ে ২৩ আগস্ট গণমাধ্যমে খবর প্রকাশ হওয়ার পর ২৫ আগস্ট তাঁকে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়। নবাগত এসপি মো. কামরুজ্জামান জামালপুরে যোগদানের এক মাসের মধ্যে দুজন ওসিকে বিতর্কিত কাজের দায়ে পুলিশ লাইনসে সংযুক্ত করা হলো।

গফরগাঁওয়ে ট্রেন লাইনচ্যুত: গতি কম থাকায় রক্ষা পেয়েছেন যাত্রীরা

ভালুকায় শ্রমিকবাহী বাস উল্টে এক শ্রমিক নিহত, আহত ২০

রেললাইন খুলে ফেলেছে দুর্বৃত্তরা, ট্রেন লাইনচ্যুত হয়ে ঢাকা-ময়মনসিংহ রেল যোগাযোগ বন্ধ

বিএনপি থেকে পদত্যাগ করলেন সাবেক এমপি শাহিন, স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা

মনোনয়ন পরিবর্তনের দাবিতে ফের ঢাকা-ময়মনসিংহ রেলপথ অবরোধ

ময়মনসিংহে মাজার ভাঙচুর ও মলমূত্র নিক্ষেপের ঘটনায় মামলা

বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে রেলপথ অবরোধ-আগুন, ট্রেন চলাচল বন্ধ

নেত্রকোনায় দুপক্ষের সংঘর্ষ, নারীসহ আহত ২২

কুয়াশায় যমুনায় আটকা বর-কনেসহ ৪৭ যাত্রীর নৌকা, ১৫ ঘণ্টা পর উদ্ধার

ময়মনসিংহে মাজার ভাঙচুর করে মলমূত্র ছিটিয়ে দিয়েছে দুর্বৃত্তরা