হোম > সারা দেশ > জামালপুর

আগুনে পুড়ে শেষ সম্বল হারিয়ে নিঃস্ব দরিদ্র কৃষক 

মাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধি

অন্যের বাড়িতে কাজ করে এবং গরু লালন-পালন করে সংসার চালাতেন দরিদ্র কৃষক গোলাপ মন্ডল। গতকাল আগুনে পুড়ে মারা গেছে তাঁর দুটি গরু। এতে মারাত্মকভাবে অগ্নিদগ্ধ হয়েছে তাঁর আরও দুটি গরু। শেষ সম্বল ওই গরুগুলো হারিয়ে আহাজারি করছেন তিনি।

গতকাল শনিবার রাত ১টার দিকে জামালপুরের মাদারগঞ্জ উপজেলার জোড়খালী ইউনিয়নের বেতাগা নয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। ধারণা করা হচ্ছে, মশার কয়েলের আগুন থেকেই ওই কৃষকের গোয়ালঘরে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।

প্রতিবেশী রিয়াদ ইসলাম সুমন বলেন, কৃষক গোলাপ মন্ডল অন্যের জমিতে কাজ করেন। গরু লালন-পালন করে সংসার চালাতেন। আগুনে পুড়ে শেষ সম্বল গরুগুলো হারিয়ে একবারে নিঃস্ব হলেন তিনি।

কৃষক গোলাপ মন্ডল আহাজারি করে বলেন, ‘মার শেষ সম্বল গরুগুলো আগুনে পুইড়ে মারা গেল। এখন আমি কীভাবে চলব?’ 

জোড়খালী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. সেলিম বলেন, ‘আগুনে পুড়ে দরিদ্র কৃষক গোলাপ মন্ডলের দুটি গরু মারা গেছে এবং আরও দুটি গরুর শরীর পুড়ে গেছে। আমি ঘটনাস্থল পরিদর্শন করে এসেছি।’

নান্দাইলে গাছের নিচে চাপা পড়ে শিশুর মৃত্যু

ময়মনসিংহে দিপু চন্দ্র হত্যা: লাশ পোড়ানোর নির্দেশদাতা গ্রেপ্তার

ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী কিশোর নিহত

ত্রিশালে এমপি হতে চাওয়া সেই ভিক্ষুকের মনোনয়ন বাতিল

ময়মনসিংহে বিএনপির লিটনসহ আরও ১১ প্রার্থীর মনোনয়ন বাতিল

রাতের খাবার খেতে গিয়ে স্থানীয়দের হামলার শিকার বাকৃবির ৫ শিক্ষার্থী

মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরণ, অটোচালকসহ দগ্ধ ৩

দীপু দাস হত্যা: নিথর দেহ গাছে ঝোলানোর ‘মূল হোতা’ গ্রেপ্তার

গফরগাঁওয়ে মনোনয়ন দ্বন্দ্বে নাশকতা, তিন শতাধিক আসামি করে দুই মামলা

ভালুকায় সহকর্মীর গুলিতে আনসার সদস্য নিহত, অভিযুক্ত গ্রেপ্তার