হোম > সারা দেশ > জামালপুর

আগুনে পুড়ে শেষ সম্বল হারিয়ে নিঃস্ব দরিদ্র কৃষক 

মাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধি

অন্যের বাড়িতে কাজ করে এবং গরু লালন-পালন করে সংসার চালাতেন দরিদ্র কৃষক গোলাপ মন্ডল। গতকাল আগুনে পুড়ে মারা গেছে তাঁর দুটি গরু। এতে মারাত্মকভাবে অগ্নিদগ্ধ হয়েছে তাঁর আরও দুটি গরু। শেষ সম্বল ওই গরুগুলো হারিয়ে আহাজারি করছেন তিনি।

গতকাল শনিবার রাত ১টার দিকে জামালপুরের মাদারগঞ্জ উপজেলার জোড়খালী ইউনিয়নের বেতাগা নয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। ধারণা করা হচ্ছে, মশার কয়েলের আগুন থেকেই ওই কৃষকের গোয়ালঘরে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।

প্রতিবেশী রিয়াদ ইসলাম সুমন বলেন, কৃষক গোলাপ মন্ডল অন্যের জমিতে কাজ করেন। গরু লালন-পালন করে সংসার চালাতেন। আগুনে পুড়ে শেষ সম্বল গরুগুলো হারিয়ে একবারে নিঃস্ব হলেন তিনি।

কৃষক গোলাপ মন্ডল আহাজারি করে বলেন, ‘মার শেষ সম্বল গরুগুলো আগুনে পুইড়ে মারা গেল। এখন আমি কীভাবে চলব?’ 

জোড়খালী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. সেলিম বলেন, ‘আগুনে পুড়ে দরিদ্র কৃষক গোলাপ মন্ডলের দুটি গরু মারা গেছে এবং আরও দুটি গরুর শরীর পুড়ে গেছে। আমি ঘটনাস্থল পরিদর্শন করে এসেছি।’

ভালুকায় অটোরিকশার ধাক্কায় কৃষক নিহত

ময়মনসিংহে ল্যাম্পপোস্ট চুরি করতে গিয়ে দুই যুবকের মৃত্যু

প্রজাতন্ত্রের কর্মকর্তা-কর্মচারীরা গণভোটের পক্ষে কাজ করতে পারবেন: আলী রীয়াজ

সড়কের পাশে ছুড়ে ফেলা কার্টন থেকে নবজাতকের মরদেহ উদ্ধার

শেরপুরে বাবার হাতে শিশুকন্যা নিহত, আরেক সন্তান আহত

পৌর ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে জামালপুরে রেলপথ অবরোধ

ছেলেকে বিদেশে পাঠাতে সর্বস্ব হারিয়ে পথে পথে চা বিক্রি করছেন মা

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের শিশু ওয়ার্ডে আগুন, হুড়োহুড়িতে বেশ কয়েকজন আহত

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে লাগা আগুন নিয়ন্ত্রণে, রোগী ও স্বজনদের স্বস্তি

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আগুন, রোগীদের সরিয়ে নেওয়া হচ্ছে