হোম > সারা দেশ > জামালপুর

মেলান্দহে স্কুলছাত্রীর আত্মহত্যা: সেই তামিমের সহযোগী গ্রেপ্তার

মেলান্দহ (জামালপুর) প্রতিনিধি

জামালপুরের মেলান্দহে স্কুলছাত্রীর আত্মহত্যা প্ররোচনার মামলায় গ্রেপ্তার হওয়া তামিম আহমেদ স্বপনকে সহযোগিতা করার অভিযোগে এক গৃহবধূকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ রোববার সকালে উপজেলার চরবসন্ত এলাকায় তাঁর নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। 

মামলার তদন্ত কর্মকর্তা মেলান্দহ থানায় উপ-পরিদর্শক (এসআই) দিলীপ চন্দ্র সরকার বলেন, জিজ্ঞাসাবাদে আয়েশা বেগম জানিয়েছেন যে তামিম আহমেদ স্বপন নিহত ওই স্কুলছাত্রীকে নিয়ে তাদের বাড়িতে গিয়েছিল। আয়েশা বেগমকে সকালে চরবসন্ত এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। জিজ্ঞাসাবাদ শেষে তাকে আজ বিকেলে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়। 

মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ময়নুল ইসলাম বলেন, আয়েশা বেগমকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদ শেষে বিকেলে আদালতে মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। 

উল্লেখ্য, গত (১০ মার্চ) বৃহস্পতিবার সন্ধ্যায় জামালপুরের মেলান্দহ উপজেলায় চিরকুট লিখে এক স্কুলছাত্রী আত্মহত্যা করে। আত্মহত্যার আগে দুটি চিরকুটে ওই শিক্ষার্থী লেখে, ‘মা, আমারে ওয়াহাব চেয়ারম্যানের ভাতিজা (তামিম আহমেদ স্বপন) আজকের দিনে এক রুমে কাটাইছে। পারলে ক্ষমা করো। যদি কোনো বিচার করো ছেলেটার নাম তামিম আহমেদ শপন খান। মা-বাবা তোমরা ভালো থেকো। আমারে ভুলে যেও। আমি বেঁচে থাকলে তোমাদের সম্মান শেষ হয়ে যেত। বাবা-মা আবার বলতাছি, ভালো থেকো। বাবা-মা ভালো থেকো। গুড বাই, সোনা বাবা-মা।’ 

ভালুকায় অটোরিকশার ধাক্কায় কৃষক নিহত

ময়মনসিংহে ল্যাম্পপোস্ট চুরি করতে গিয়ে দুই যুবকের মৃত্যু

প্রজাতন্ত্রের কর্মকর্তা-কর্মচারীরা গণভোটের পক্ষে কাজ করতে পারবেন: আলী রীয়াজ

সড়কের পাশে ছুড়ে ফেলা কার্টন থেকে নবজাতকের মরদেহ উদ্ধার

শেরপুরে বাবার হাতে শিশুকন্যা নিহত, আরেক সন্তান আহত

পৌর ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে জামালপুরে রেলপথ অবরোধ

ছেলেকে বিদেশে পাঠাতে সর্বস্ব হারিয়ে পথে পথে চা বিক্রি করছেন মা

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের শিশু ওয়ার্ডে আগুন, হুড়োহুড়িতে বেশ কয়েকজন আহত

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে লাগা আগুন নিয়ন্ত্রণে, রোগী ও স্বজনদের স্বস্তি

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আগুন, রোগীদের সরিয়ে নেওয়া হচ্ছে