হোম > সারা দেশ > শেরপুর

নালিতাবাড়ীর সোহাগপুর বিধবাপল্লিতে ঈদ উপহার বিতরণ

প্রতিনিধি, নালিতাবাড়ী (শেরপুর) 

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার সোহাগপুর বিধবাপল্লিতে নারীদের মাঝে ঈদ উপহার এবং কোরবানির পশু ক্রয়ের জন্য অর্থ বিতরণ করেছে জেলা প্রশাসন। গতকাল বৃহস্পতিবার বিকেলে জেলা প্রশাসক মোমিনুর রশীদ পল্লির বিধবাদের মাঝে প্রধানমন্ত্রীর এই মানবিক সহায়তা প্রদান করেন।

জানা যায়, বৃহস্পতিবার জেলা প্রশাসক প্রথমে সোহাগপুর বিধবাপল্লিতে নির্মাণাধীন স্মৃতিসৌধ চত্বর শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। পরে ২৩ জন জীবিত বিধবার মাঝে ঈদ উপহার হিসেবে চাল, ডাল, সয়াবিন তেল, কাপড় কাচার সাবান, সেমাই, চিনি বিতরণ করেন।

এ সময় উপজেলার নির্বাহী কর্মকর্তা হেলেনা পারভীন, সহকারী কমিশনার (ভূমি) সঞ্চিতা বিশ্বাস, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আমিনুল ইসলাম, পৌর মেয়র আবু বক্কর সিদ্দিক, স্থানীয় ইউপির চেয়ারম্যান শহীদ উল্লাহ তালুকদার মুকুল, শহীদ পরিবারের সন্তান ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, ১৯৭১ সালের ২৬ জুলাই শেরপুরের নালিতাবাড়ী উপজেলার সীমান্তবর্তী সোহাগপুর গ্রামে ৬ ঘণ্টা তাণ্ডব চালায় পাকিস্তানি হানাদার বাহিনী। গুলি করে-বেয়নেট দিয়ে খুঁচিয়ে তারা এই এলাকার ১৮৭ জন পুরুষকে হত্যা করে। এ ঘটনায় অনেক নারী স্বামী হারানোর পর থেকেই সোহাগপুর গ্রামটি মুক্তিযুদ্ধের ইতিহাসে সোহাগপুর বিধবাপল্লি নামে পরিচিতি পায়।

ভালুকায় অটোরিকশার ধাক্কায় কৃষক নিহত

ময়মনসিংহে ল্যাম্পপোস্ট চুরি করতে গিয়ে দুই যুবকের মৃত্যু

প্রজাতন্ত্রের কর্মকর্তা-কর্মচারীরা গণভোটের পক্ষে কাজ করতে পারবেন: আলী রীয়াজ

সড়কের পাশে ছুড়ে ফেলা কার্টন থেকে নবজাতকের মরদেহ উদ্ধার

শেরপুরে বাবার হাতে শিশুকন্যা নিহত, আরেক সন্তান আহত

পৌর ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে জামালপুরে রেলপথ অবরোধ

ছেলেকে বিদেশে পাঠাতে সর্বস্ব হারিয়ে পথে পথে চা বিক্রি করছেন মা

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের শিশু ওয়ার্ডে আগুন, হুড়োহুড়িতে বেশ কয়েকজন আহত

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে লাগা আগুন নিয়ন্ত্রণে, রোগী ও স্বজনদের স্বস্তি

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আগুন, রোগীদের সরিয়ে নেওয়া হচ্ছে