হোম > সারা দেশ > শেরপুর

শেরপুরের দুই উপজেলার আরও ১০ গ্রামের নিম্নাঞ্চল প্লাবিত

শেরপুর প্রতিনিধি

টানা বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে মহারশি নদীর পানি বেড়ে আবারও শেরপুরের ঝিনাইগাতী ও নালিতাবাড়ী ‍উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। আজ শুক্রবার ভোর থেকে মহারশি নদীর পানি বৃদ্ধি পাওয়ায় উপজেলার সদর বাজার, উপজেলা পরিষদ চত্বর ও আশপাশের এলাকা প্লাবিত হয়েছে। এর আগে গত ৯ জুন পাহাড়ি ঢলে ঝিনাইগাতীতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙে উপজেলার অন্তত ৪০ গ্রাম প্লাবিত হয়।

স্থানীয়রা বলছেন, শুক্রবার ভোর থেকে মহারশি নদীতে পানি বৃদ্ধি পাওয়ায় সদর ইউনিয়নের অন্তত পাঁচ গ্রাম এবং সোমেশ্বরী নদীতে পানি বৃদ্ধি পাওয়ায় ধানশাইল ইউনিয়নের পাঁচ গ্রামের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। প্লাবিত হয়েছে বেশ কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানও। এক সপ্তাহের ব্যবধানে আবারও পাহাড়ি ঢলে নিম্নাঞ্চল প্লাবিত হওয়ায় দুর্ভোগে পড়েছেন সেখানে বসবাসকারী মানুষ।

এদিকে পার্শ্ববর্তী নালিতাবাড়ী উপজেলার চেল্লাখালী নদীর পানি বিপৎসীমার ১৭৬ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। এতে নদীতীরবর্তী এলাকাগুলোতে আবারও পানি প্রবেশ করতে শুরু করেছে।

এ ব্যাপারে ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ফারুক আল মাসুদ জানান, সকাল থেকে পানি আসতে শুরু করেছে। বৃষ্টি দীর্ঘস্থায়ী হলে ক্ষয়ক্ষতির পরিমাণ বাড়বে।

ভালুকায় অটোরিকশার ধাক্কায় কৃষক নিহত

ময়মনসিংহে ল্যাম্পপোস্ট চুরি করতে গিয়ে দুই যুবকের মৃত্যু

প্রজাতন্ত্রের কর্মকর্তা-কর্মচারীরা গণভোটের পক্ষে কাজ করতে পারবেন: আলী রীয়াজ

সড়কের পাশে ছুড়ে ফেলা কার্টন থেকে নবজাতকের মরদেহ উদ্ধার

শেরপুরে বাবার হাতে শিশুকন্যা নিহত, আরেক সন্তান আহত

পৌর ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে জামালপুরে রেলপথ অবরোধ

ছেলেকে বিদেশে পাঠাতে সর্বস্ব হারিয়ে পথে পথে চা বিক্রি করছেন মা

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের শিশু ওয়ার্ডে আগুন, হুড়োহুড়িতে বেশ কয়েকজন আহত

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে লাগা আগুন নিয়ন্ত্রণে, রোগী ও স্বজনদের স্বস্তি

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আগুন, রোগীদের সরিয়ে নেওয়া হচ্ছে