হোম > সারা দেশ > জামালপুর

যমুনা নদীর বাম তীরে ধস, হুমকির মুখে মহাসড়ক

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি

জামালপুরের সরিষাবাড়ীতে যমুনা নদীর বাম তীররক্ষা বাঁধে ধস দেখা দিয়েছে। এতে মহাসড়কসহ বসতভিটা হুমকির মুখে পড়েছে। খুব শিগগির জিও ব্যাগ ফেলা না হলে স্থানীয়দের আতঙ্ক কাটবে না বলে জানিয়েছেন পিংনা ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম। 

স্থানীয়রা জানান, উপজেলার পিংনা ইউনিয়নের পিংনা উত্তরপাড়া এলাকায় নদীর তীররক্ষা বাঁধের প্রায় ২০ মিটারে ধস দেখা দিয়েছে। বন্যার পানি কমতে শুরু করায় বানভাসিদের মাঝে কিছুটা স্বস্তি ফিরলেও বাঁধে ধস নামায় আতঙ্কে রয়েছেন স্থানীয়রা। এ বাঁধ ভেঙে গেলে বসতবাড়ি, ফসলি জমিসহ নানা স্থাপনা হুমকির মুখে পড়বে। সম্প্রতি পিংনা উত্তরপাড়া এলাকার ছকমানের (ছক্কার) বাড়ি সংলগ্ন যমুনার বামতীর রক্ষা বাঁধে ধস দেখা দেয়। 

এ বিষয়ে কয়েকজন ব্যবসায়ী বলেন, ‘এ বাঁধ ভেঙে গেলে আমাদের মরণ ছাড়া আর কোনো উপায় থাকবে না। সবকিছু ভাসিয়ে নিয়ে যাবে। কিছুই রক্ষা করা যাবে না। শত শত বিঘা জমি পানিতে তলিয়ে যাবে। এ নিয়ে আমরা খুবই আতঙ্কে আছি। এ ছাড়া বাঁধ ভেঙে গেলে তারাকান্দি-ভুয়াপুর মহাসড়কটিও হুমকির মুখে পড়বে।’ 

পিংনা ইউপি চেয়ারম্যান বলেন, বন্যার পানি কমলেও নদীর বাম তীররক্ষা বাঁধে ধস দেখা দিয়েছে। বাঁধ রক্ষায় দ্রুত জিও ব্যাগ ফেলা উচিত। তা না হলে বাঁধ রক্ষা করা কঠিন হয়ে পড়বে। 

জামালপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আবু সাঈদ বলেন, ‘আমি বিষয়টি শুনেছে। নদীর বাম তীররক্ষা বাঁধ মেরামতের জন্য দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।’ 

ময়মনসিংহ বিভাগ: অবৈধভাবে চলছে ৪৫৯ ইটভাটা

ময়মনসিংহে সদস্যপদ স্থগিত জামায়াত নেতার মনোনয়নপত্র দাখিল

ত্রিশালের এমপি হতে চান ভিক্ষুক আবুল মুনসুর, জমা দিলেন মনোনয়নপত্র

গফরগাঁওয়ে ট্রেন লাইনচ্যুত: গতি কম থাকায় রক্ষা পেয়েছেন যাত্রীরা

ভালুকায় শ্রমিকবাহী বাস উল্টে এক শ্রমিক নিহত, আহত ২০

রেললাইন খুলে ফেলেছে দুর্বৃত্তরা, ট্রেন লাইনচ্যুত হয়ে ঢাকা-ময়মনসিংহ রেল যোগাযোগ বন্ধ

বিএনপি থেকে পদত্যাগ করলেন সাবেক এমপি শাহিন, স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা

মনোনয়ন পরিবর্তনের দাবিতে ফের ঢাকা-ময়মনসিংহ রেলপথ অবরোধ

ময়মনসিংহে মাজার ভাঙচুর ও মলমূত্র নিক্ষেপের ঘটনায় মামলা

বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে রেলপথ অবরোধ-আগুন, ট্রেন চলাচল বন্ধ