হোম > সারা দেশ > জামালপুর

ইটভাটার ধোঁয়ায় পুড়ল শতাধিক বিঘা জমির ধান

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি

জামালপুরের সরিষাবাড়ীতে ইটভাটার ধোঁয়ায় পুড়ে গেছে শতাধিক বিঘা জমির কাঁচা ও আধ পাকা ধান। উপজেলার মহাদান ইউনিয়নের বিলবালিয়া গ্রামে এ ঘটনা ঘটেছে। ইটভাটার চিমনির ধোঁয়া বৈরী আবহাওয়ার কারণে ফসলি জমিতে আসায় এমন বিপত্তি ঘটেছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত কৃষকেরা। 

আজ বুধবার সরেজমিনে গিয়ে জানা গেছে, উপজেলার মহাদান ইউনিয়নের বিলবালিয়া (ধোপাদহ) গ্রামের শতাধিক কৃষক রূপকথা ইটভাটাসংলগ্ন প্রায় শতাধিক বিঘা জমিতে ধান চাষ করছেন। জমিতে রয়েছে নানা জাতের ধান। জমি তৈরি করে চারা রোপণ করেছেন কৃষকেরা। সেসব জমিতে কীটনাশক ছিটানো, সার দেওয়াসহ ধানগাছ পরিচর্যায় কোনটিই বাদ দেননি ওই এলাকার কৃষকেরা। আর মাত্র ২০ দিন পেরোলেই পাকা ধান ঘরে তুলবেন এমন স্বপ্ন দেখছিলেন তাঁরা। তবে এখন ধানগুলো পেকে গেছে নাকি পুড়ে গেছে, দেখে বোঝার উপায় নেই। 

কৃষকেরা জানান, ঈদের ছুটির জন্য দুই সপ্তাহ পরেই ধান কাটা-মাড়াইয়ের কাজ শুরু করা হবে। পাকা ধান ঘরে তোলার সব পরিকল্পনা সম্পন্ন করা হয়েছে। এমন সময় ঘটল বিপত্তি। পাশেই রূপকথা নামের ইটভাটা রয়েছে। গত সোমবার মাঝরাত থেকেই বৈরী আবহাওয়া বিরাজ করছিল। পরদিন মঙ্গলবার ভোরে জমিতে গিয়ে মাথায় হাত পড়ে তাঁদের। শতাধিক বিঘা জমির কাঁচা ধান পুড়ে গেছে। এতে তাঁদের সব স্বপ্ন ইটভাটার তাপে ও ধোঁয়ায় পুড়ে গেছে। 

ওই এলাকার কৃষকদের মধ্যে বাদশা হাজি, জুলহাস মিয়া, কামাল ফকির ও ফজলুল হকের সঙ্গে কথা হলে তাঁরা বলেন, ‘গতকাল ভোরে রূপকথা ইটভাটা থেকে তাপ ও কালো ধোঁয়া নির্গত হতে থাকে। পরে তা পাশের ধানের জমিতে ছড়িয়ে পড়ে। ওই দিন ভোরে খোঁজ নিতে গিয়ে দেখতে পাই আমাদের সবার কাঁচা ধান পুড়ে গেছে।’

অপর কৃষক হাসমত আলী ফকির বলেন, ইটভাটার কারণে আমার ১৪-১৫ বিঘা জমির ধান নষ্ট হয়ে গেছে। এ ছাড়া এলাকার শতাধিক বিঘা জমির ধান পুড়ে নষ্ট হয়ে গেছে। ইটভাটা মালিকদের মধ্যে নয়নতারার সঙ্গে আমার কথা হয়েছে। ভাটার মালিকেরা ঈদের পরদিন ক্ষতিপূরণ দেওয়ার কথা বলেছেন। 

ইটভাটার কালো ধোঁয়ায় কৃষকদের খেতের ধান পুড়ে যাওয়ার কথা জানিয়ে রূপকথা ইটভাটার ম্যানেজার আবুল হোসেন বলেন, গতকাল মাঝরাত থেকে এলোমেলো বাতাস বইতে শুরু করে। ইটভাটা থেকে নির্গত ধোঁয়া চিমনি দিয়ে বের হয়ে ওপরের দিকে না গিয়ে ফসলি জমিতে নেমে আসে। এতে পাশের জমির কাঁচা ধান নষ্ট হয়ে গেছে। এ নিয়ে স্থানীয় কৃষকদের সঙ্গে ইটভাটার মালিক নয়ন তারা বৈঠক করেছেন। ঈদের পরদিন ওই কৃষকদের ক্ষতিপূরণ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

এ বিষয়ে ইটভাটার মালিক নয়ন তারা বলেন, ক্ষতিগ্রস্ত কৃষকদের মধ্যে হাসমত আলীর বেশি ক্ষতি হয়েছে। কৃষকদের ক্ষতি পুষিয়ে দেওয়ার বিষয়ে হাসমত আলীর সঙ্গে কথা বলেছি। 

উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন বলেন, ইটভাটার আগুনের তাপে ও ধোঁয়ায় ফসলের ক্ষতি হচ্ছে। তবে এ বিষয়ে এখনো কেউ অভিযোগ করেননি। অভিযোগ পেলে তদন্ত করে বিষয়টি দেখা হবে। 

গফরগাঁওয়ে ট্রেন লাইনচ্যুত: গতি কম থাকায় রক্ষা পেয়েছেন যাত্রীরা

ভালুকায় শ্রমিকবাহী বাস উল্টে এক শ্রমিক নিহত, আহত ২০

রেললাইন খুলে ফেলেছে দুর্বৃত্তরা, ট্রেন লাইনচ্যুত হয়ে ঢাকা-ময়মনসিংহ রেল যোগাযোগ বন্ধ

বিএনপি থেকে পদত্যাগ করলেন সাবেক এমপি শাহিন, স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা

মনোনয়ন পরিবর্তনের দাবিতে ফের ঢাকা-ময়মনসিংহ রেলপথ অবরোধ

ময়মনসিংহে মাজার ভাঙচুর ও মলমূত্র নিক্ষেপের ঘটনায় মামলা

বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে রেলপথ অবরোধ-আগুন, ট্রেন চলাচল বন্ধ

নেত্রকোনায় দুপক্ষের সংঘর্ষ, নারীসহ আহত ২২

কুয়াশায় যমুনায় আটকা বর-কনেসহ ৪৭ যাত্রীর নৌকা, ১৫ ঘণ্টা পর উদ্ধার

ময়মনসিংহে মাজার ভাঙচুর করে মলমূত্র ছিটিয়ে দিয়েছে দুর্বৃত্তরা