হোম > সারা দেশ > শেরপুর

শেরপুরে অপহরণের ৬ দিন পরও উদ্ধার হয়নি স্কুলছাত্রী

শেরপুর প্রতিনিধি

শেরপুরে অষ্টম শ্রেণির শিক্ষার্থীকে (১৩) অপহরণের পর ছয় দিন পেরিয়ে গেলেও স্কুলছাত্রী কিংবা অভিযুক্ত আসামিদের কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। গত শুক্রবার রাতে শহরের দমদমা কালিগঞ্জ এলাকা থেকে ওই স্কুলছাত্রী অপহরণ হয়। 

অপহৃত স্কুলছাত্রী শহরের দিঘারপাড় মহল্লার এক ব্যবসায়ীর মেয়ে ও সজবরখিলা এলাকার মমতাজ বেগম মেমোরিয়াল একাডেমির অষ্টম শ্রেণির ছাত্রী। 

অপহরণের ঘটনায় সদর থানায় দিঘারপাড় মহল্লার মৃত জহুর আলী খলিফার ছেলে মো. মমিন মিয়াকে (২৬) প্রধান আসামি করে ৫ জনের বিরুদ্ধে থানায় অপহরণের অভিযোগে একটি মামলা দায়ের করা হয়। মামলায় অন্য আসামিরা হলেন-দিঘারপাড় মো. শামীম মিয়া (২৫), মো. জুবাইদুল (৩২), মো. রায়হান (২৫) ও পার্শ্ববর্তী প্রতাবিয়া এলাকার মো. শাকিল মিয়া (২০)। 

মামলা সূত্রে জানা গেছে, গত শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে শেরপুরের দমদমা কালিগঞ্জ মহল্লায় জেলা আইনজীবী সমিতি ও প্রেসক্লাবের সাবেক সভাপতি রফিকুল ইসলাম আধারের বাড়িতে একটি সামাজিক অনুষ্ঠান শেষে মাকে নিয়ে বাড়ি ফিরতে রাস্তায় অটোরিকশার জন্য অপেক্ষা করছিল ওই স্কুলছাত্রী। এ সময় মমিন মিয়া তাঁর কতিপয় সহযোগী নিয়ে তাকে অপহরণ করে নিয়ে যায়। পরে খোঁজাখুঁজি করে না পেয়ে স্কুলছাত্রীর বাবা বাদী হয়ে মমিন মিয়াসহ পাঁচজনের নাম উল্লেখ এবং অজ্ঞাতনামা আরও ২-৩ জনকে আসামি করে সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। পরে গত রোববার তা নিয়মিত মামলা হিসেবে রেকর্ড করা হয়। অন্যদিকে, ঘটনার পর থেকেই পলাতক রয়েছেন আসামিরা। 

স্কুলছাত্রীর বাবা বলেন, মমিন বেশ কিছুদিন যাবৎ আমার মেয়েকে উত্ত্যক্ত করে আসছিল। মমিনসহ তাঁর কয়েকজন সহযোগী মিলে আমার নাবালিকা মেয়েকে অপহরণ করেছে। আমি আমার মেয়েকে দ্রুত উদ্ধার করার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি অনুরোধ জানাচ্ছি। 

এ বিষয়ে সদর থানার উপপরিদর্শক (এসআই) ও মামলার তদন্ত কর্মকর্তা মিঞা মো. জোবায়ের খালিদ বলেন, ঘটনার পর থেকেই আসামিরা নিজ নিজ মোবাইল বন্ধ করে পলাতক রয়েছেন। ভিকটিমকে উদ্ধারসহ আসামিদের গ্রেপ্তার করতে অভিযান চলছে। 

ময়মনসিংহ বিভাগ: অবৈধভাবে চলছে ৪৫৯ ইটভাটা

ময়মনসিংহে সদস্যপদ স্থগিত জামায়াত নেতার মনোনয়নপত্র দাখিল

ত্রিশালের এমপি হতে চান ভিক্ষুক আবুল মুনসুর, জমা দিলেন মনোনয়নপত্র

গফরগাঁওয়ে ট্রেন লাইনচ্যুত: গতি কম থাকায় রক্ষা পেয়েছেন যাত্রীরা

ভালুকায় শ্রমিকবাহী বাস উল্টে এক শ্রমিক নিহত, আহত ২০

রেললাইন খুলে ফেলেছে দুর্বৃত্তরা, ট্রেন লাইনচ্যুত হয়ে ঢাকা-ময়মনসিংহ রেল যোগাযোগ বন্ধ

বিএনপি থেকে পদত্যাগ করলেন সাবেক এমপি শাহিন, স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা

মনোনয়ন পরিবর্তনের দাবিতে ফের ঢাকা-ময়মনসিংহ রেলপথ অবরোধ

ময়মনসিংহে মাজার ভাঙচুর ও মলমূত্র নিক্ষেপের ঘটনায় মামলা

বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে রেলপথ অবরোধ-আগুন, ট্রেন চলাচল বন্ধ