হোম > সারা দেশ > শেরপুর

মাহফিল শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় কলেজছাত্র নিহত

নকলা (শেরপুর) প্রতিনিধি

শেরপুরের নকলায় ওয়াজ মাহফিল থেকে বাড়ি ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় এক কলেজছাত্র নিহত হয়েছেন। তাঁর নাম মনিরুল ইসলাম মনি (১৮)। ওই ঘটনায় তাঁর এক বন্ধু আহত হয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। 

গতকাল শুক্রবার রাতে চরঅষ্টধর ইউনিয়নের দরবারচর গ্রামে হাজীর মোড় এলাকায় মসজিদের সামনের পাকা রাস্তায় এ দুর্ঘটনা ঘটে। 

মনিরের বাড়ি চরঅষ্টধর ইউনিয়নের নারায়নখোলা গ্রামে। তাঁর বাবার নাম কলিম উদ্দিন। আহত শহীদ মিয়া (২২) একই ইউনিয়নের বারারচর গ্রামের সুজন মিয়ার ছেলে। 

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, চরঅষ্টধর ইউনিয়নের কাজাইকাটা গ্রামে একটি ওয়াজ মাহফিল থেকে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন মনির ও শহীদ। পথিমধ্যে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছে সজোরে ধাক্কা খেলে মোটরসাইকেল যাত্রী মনির ও চালক শহীদ আহত হয়। 

পরে স্থানীয়রা তাঁদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মনিরকে মৃত ঘোষণা করেন এবং শহীদকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরের পরামর্শ দেন। 

নকলা থানার উপপরিদর্শক (এসআই) কামরুল ইসলাম জানান, পরিবারের পক্ষ থেকে আবেদনের পরিপ্রেক্ষিতে মনিরের মরদেহ বিনা ময়নাতদন্তে তাঁদের কাছে হস্তান্তর করা হয়েছে।

ভালুকায় অটোরিকশার ধাক্কায় কৃষক নিহত

ময়মনসিংহে ল্যাম্পপোস্ট চুরি করতে গিয়ে দুই যুবকের মৃত্যু

প্রজাতন্ত্রের কর্মকর্তা-কর্মচারীরা গণভোটের পক্ষে কাজ করতে পারবেন: আলী রীয়াজ

সড়কের পাশে ছুড়ে ফেলা কার্টন থেকে নবজাতকের মরদেহ উদ্ধার

শেরপুরে বাবার হাতে শিশুকন্যা নিহত, আরেক সন্তান আহত

পৌর ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে জামালপুরে রেলপথ অবরোধ

ছেলেকে বিদেশে পাঠাতে সর্বস্ব হারিয়ে পথে পথে চা বিক্রি করছেন মা

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের শিশু ওয়ার্ডে আগুন, হুড়োহুড়িতে বেশ কয়েকজন আহত

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে লাগা আগুন নিয়ন্ত্রণে, রোগী ও স্বজনদের স্বস্তি

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আগুন, রোগীদের সরিয়ে নেওয়া হচ্ছে