হোম > সারা দেশ > জামালপুর

ট্রেনের নিচে পড়ে চার সন্তানের মায়ের আত্মহত্যা

ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি

জামালপুরের ইসলামপুর উপজেলায় ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে রাশেদা বেগম (৪৫) নামে এক নারী আত্মহত্যা করেছেন বলে জানা গেছে।  আজ সোমবার দুপুরে ইসলামপুর-দুরমুঠ রেল স্টেশনের মাঝামাঝি উপজেলার দক্ষিণ দরিয়াবাদ ভূরুগী বিল এলাকায় চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে তিনি আত্মহত্যা করেন। 

রাশেদা বেগম পার্শ্ববর্তী মেলান্দহ উপজেলার দুরমুঠ ইউনিয়নের বীর হাতিজা গ্রামের আব্বাস আলীর মেয়ে। তাঁর চারজন সন্তান রয়েছে।

স্থানীয় ও মৃতের পারিবারিক সূত্রে জানা যায়, সোমবার দুপুরে দক্ষিণ দরিয়াবাদ ভূরুগী বিল নামক স্থানে জেলার দেওয়ানগঞ্জ থেকে ঢাকাগামী কমিউটার ট্রেনের নিচে ঝাঁপ দেন রাশেদা বেগম। মুহূর্তে মধ্যেই তাঁর শরীর ছিন্ন–বিচ্ছিন্ন হয়ে যায়। খবর পেয়ে স্বজনরা ছিন্নবিচ্ছিন্ন মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে যায়।

ইসলামপুর পৌর মেয়র আব্দুল কাদের শেখ জানান, ‘রাশেদা বেগম মানসিকভাবে ভারসাম্যহীন ছিলেন। ২৫ বছর আগে পার্শ্ববর্তী বকশীগঞ্জ উপজেলার নীলাখিয়া ইউনিয়নের সাজিমারা গ্রামের বাবলু মিয়ার সাথে বিয়ে হয়েছিল। তাদের সংসারে ৪ ছেলে রয়েছে।’

এ বিষয়ে জামালপুর রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) গুলজার হোসেন বলেন, ‘ঢাকাগামী কমিউটার ট্রেনের নিচে পড়ে রাশেদা বেগম নামে এক নারী নিহত হয়েছেন।’

ময়মনসিংহের নান্দাইল: নদীর জায়গা দখল করে আ.লীগ নেতার মার্কেট

দিপুকে পিটিয়ে হত্যার পর লাশে আগুন

ময়মনসিংহে যুবককে পিটিয়ে হত্যা: অজ্ঞাতনামাদের আসামি করে মামলা

পুলিশের ভয়ে ছাদ থেকে লাফিয়ে পড়ে ময়মনসিংহে আ.লীগ নেতার মৃত্যু

‘কোম্পানির লোকেরাই আমার ভাইকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে’

ভালুকায় পিটিয়ে হত্যার পর যুবকের মরদেহে আগুন দেওয়ার অভিযোগ

ভালুকায় আওয়ামী লীগের নেতা-কর্মীদের বিরুদ্ধে মামলা

মেলায় মিলল ৬০ কেজি ওজনের কচু

বিজয় দিবস উদ্‌যাপনে মুছে ফেলা হলো জুলাই আন্দোলনের গ্রাফিতি

ময়মনসিংহে বিজয় দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা