হোম > সারা দেশ > জামালপুর

দলবদ্ধ ধর্ষণে গৃহবধূর মৃত্যু, সাবেক স্বামীসহ গ্রেপ্তার ৪

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি

জামালপুরের সরিষাবাড়ীতে দলবদ্ধ ধর্ষণের ঘটনায় এক গৃহবধূর মৃত্যুর অভিযোগ উঠেছে। আজ রোববার এ ঘটনায় জড়িত সন্দেহে সাবেক স্বামীসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, গত বছর ওই উপজেলায় মাহিম ইসলামের (১৯) সঙ্গে বিয়ে হয় ভুক্তভোগী নারীর। বিয়ের পর থেকে যৌতুকের টাকার জন্য তাঁকে নির্যাতন করতেন। নির্যাতন সইতে না পেরে দেড় মাস আগে স্বামীকে তালাক দেন। গত ২৩ অক্টোবর গৃহবধূকে মোবাইল ফোনে ডেকে নিয়ে যান মাহিম। এক বাড়িতে পাঁচ দিন আটকে রেখে দলবদ্ধ ধর্ষণ করেন তিনি।

গত বৃহস্পতিবার বিকেলে ওই গৃহবধূ অসুস্থ হয়ে পড়লে মাহিম ও তাঁর সহযোগীরা রাতেই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে পরদিন জামালপুর জেনারেল হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।

এ ঘটনায় গৃহবধূর বাবা বাদী হয়ে আজ রোববার সাবেক স্বামীসহ ৯ জনকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে থানায় মামলা করেন। পুলিশ মাহিমসহ জয়নাল মিয়া (৪৫), সাকিব হোসেন (১৮) ও পল্লব হাসানকে (১৯) গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠায়। 

সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহব্বত কবীর জানান, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। ঘটনায় জড়িত চারজনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে চেষ্টা চলছে।

ভালুকায় অটোরিকশার ধাক্কায় কৃষক নিহত

ময়মনসিংহে ল্যাম্পপোস্ট চুরি করতে গিয়ে দুই যুবকের মৃত্যু

প্রজাতন্ত্রের কর্মকর্তা-কর্মচারীরা গণভোটের পক্ষে কাজ করতে পারবেন: আলী রীয়াজ

সড়কের পাশে ছুড়ে ফেলা কার্টন থেকে নবজাতকের মরদেহ উদ্ধার

শেরপুরে বাবার হাতে শিশুকন্যা নিহত, আরেক সন্তান আহত

পৌর ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে জামালপুরে রেলপথ অবরোধ

ছেলেকে বিদেশে পাঠাতে সর্বস্ব হারিয়ে পথে পথে চা বিক্রি করছেন মা

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের শিশু ওয়ার্ডে আগুন, হুড়োহুড়িতে বেশ কয়েকজন আহত

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে লাগা আগুন নিয়ন্ত্রণে, রোগী ও স্বজনদের স্বস্তি

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আগুন, রোগীদের সরিয়ে নেওয়া হচ্ছে