শেরপুরের নালিতাবাড়ীতে রেফ্রিজারেটরের বৈদ্যুতিক সংযোগ ঠিক করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে রাসেল নামের এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে উপজেলার বাঘবেড় ইউনিয়নের খড়িয়াপাড়া গ্রামে এই ঘটনা ঘটে।
নিহত রাসেল ওই গ্রামের আবু হারেজের ছেলে। পৌরশহরের উত্তর বাজার এলাকার শাপলা ডিজিটাল কম্পিউটার অ্যান্ড প্রিন্টার্স নামে তাঁর ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে।
বিদ্যুতায়িত হয়ে রাসেল মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন বাঘবেড় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আব্দুস সবুর।
নিহতের পরিবারের বরাত দিয়ে ইউপি চেয়ারম্যান জানান, গতকাল রাতে নালিতাবাড়ী পৌরশহরের ব্যবসা প্রতিষ্ঠান থেকে এসে বাড়িতে থাকা রেফ্রিজারেটরের বৈদ্যুতিক সংযোগ ঠিক করতে যান রাসেল। এ সময় অসাবধানতাবশত বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই তিনি মারা যান।
আজ শুক্রবার সকালে জানাজা শেষে রাসেলের লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে বলে জানান ইউপি চেয়ারম্যান।