হোম > সারা দেশ > জামালপুর

দেওয়ানগঞ্জে জমি দখলকে কেন্দ্র করে নিহত ১, আহত ৭

দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধি

জামালপুরের দেওয়ানগঞ্জে জমি দখলকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে নবী আলম নামের এক ব্যক্তি নিহত ও সাতজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। আজ শনিবার সকালে উপজেলার চর আমখাওয়া ইউনিয়নের সবুজপুর গ্রামে এই হতাহতের ঘটনা ঘটে। 

নিহত নবী আলম (৫৫) সবুজপুর গ্রামের মৃত জুরান আলীর ছেলে। 

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ১৩ শতাংশ আবাদি জমি নিয়ে নবী আলম ও একই গ্রামের আকমত হোসেনের সঙ্গে দীর্ঘদিন থেকে বিবাদ চলে আসছিল। ঘটনার দিন শনিবার সকালে নবী আলমের দখলে থাকা বিবাদপূর্ণ ওই ১৩ শতাংশ জমি আকমত হোসেন নিজের বলে দাবি করে ১০-১৫ জন লোক সঙ্গে নিয়ে জমি দখল নিতে যায়। এতেই দুপক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে। সংঘর্ষে ঘটনাস্থলেই নিহত হন নবী আলম। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহত নবী আলমের লাশ উদ্ধার করে। পরে লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মহব্বত কবির। 

এ বিষয়ে দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মহব্বত কবির আজকের পত্রিকাকে জানান, ইতিমধ্যে আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন আছে। ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুতই গ্রেপ্তার করা হবে। 

নড়বড়ে বাঁশে ঠেস দেওয়া ৪৮০ ভোল্টের খুঁটি

বিস্ফোরক মামলায় সাবেক এমপি সারোয়ার কারাগারে

ময়মনসিংহে পিটিয়ে হত্যার পর মরদেহে আগুন: আরও ২ আসামি গ্রেপ্তার

ভালুকায় কারখানার শ্রমিকদের মহাসড়ক অবরোধ

দিপুকে হত্যার পর ঝুলিয়ে পোড়ানোর ঘটনায় আরও তিনজন গ্রেপ্তার

দিপু চন্দ্রকে জোরপূর্বক চাকরিতে ইস্তফা দিয়ে উত্তেজিত জনতার হাতে তুলে দেওয়া হয়: র‍্যাব

ময়মনসিংহের নান্দাইল: নদীর জায়গা দখল করে আ.লীগ নেতার মার্কেট

দিপুকে পিটিয়ে হত্যার পর লাশে আগুন

ময়মনসিংহে যুবককে পিটিয়ে হত্যা: অজ্ঞাতনামাদের আসামি করে মামলা

পুলিশের ভয়ে ছাদ থেকে লাফিয়ে পড়ে ময়মনসিংহে আ.লীগ নেতার মৃত্যু